দেশের কোভিড -১৯ (Covid-19) সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আজ বিকেলে উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৈঠকে কোভিড সংক্রমণ নিয়ে সংশ্লিষ্ট দিকগুলি পর্যালোচনা করবেন তিনি। করোনাভাইরালের ওমিক্রনের ভেরিয়েন্টের BF.7 সাব ভেরিয়েন্টে (COVID-19 Sub Variant BF.7) ভারতে ৪ জন আক্রান্ত হয়েছেন। উদ্বেগের বিষয় হল, এই ভেরিয়েন্ট চিনে সাম্প্রতিক করোনা বিস্ফোরণের জন্য দায়ী। ভারতের গুজরাতে (Gujarat) দু'টি কেস শনাক্ত করা গেলেও একটি কেস ওড়িশায় (Odisha) মিলেছে। গুজরাতের ভাদোদরা এবং আহমেদাবাদে BF.7 এর দু'টি নতুন কেস শনাক্ত করা হয়েছে।
চিন এবং অন্যান্য কয়েকটি দেশে কোভিড মামলার আকস্মিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বুধবার দেশের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মাস্ক পরা সহ কোভিড-উপযুক্ত আচরণ অনুসরণ করতে আবেদন করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বুধবার ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মাস্ক বাধ্যতামূলক করার দিকেই এগোতে বলা হচ্ছে। যা কয়েক মাস আগে থেকেই আর বাধ্যতামূলক ছিল না।
আরও পড়ুন:BF.7 Variant 4 Cases in India: চিনের COVID ভেরিয়েন্টেই আক্রান্ত ভারতের ৪, বাড়ছে উদ্বেগ
চিন কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পরে সংক্রমণের বৃদ্ধি দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বলছে, সাম্প্রতিক সময়ে জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সংক্রমণ বেড়েছে। ভারত সরকার সমস্ত রাজ্যকে প্রতিটি নতুন সংক্রমণের নমুনা জিনোম সিকোয়েন্সিং করার জন্য নির্দেশ দিয়েছে।
গুজরাতের স্বাস্থ্য বিভাগ কোভিড পরীক্ষার জন্য প্রতিদিন ৭ হাজার থেকে ৮ হাজার নমুনা সংগ্রহ করছে। বর্তমানে, রাজ্যে ২০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। তবে তাঁদের কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি।