scorecardresearch
 

দিল্লিতে কৃষক বিক্ষোভ, বেনারস থেকে চাষিদের ৫ বার্তা মোদীর, রইল

নয়া কৃষি আইন (New Farm Law) নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা (Opposition Parties)। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি আরও জানান, স্বামীনাথন কমিশনের রিপোর্টের সুপারিশ মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করা হয়েছে। সোমবার বেনারসে এক অনুষ্ঠানে তিনি বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশেই রয়েছে। দিল্লিতে চলা কৃষক আন্দোলনের মধ্যেইএদিন ওই অনুষ্ঠানে নয়া কৃষি আইনে কৃষকদের কী কী সুবিধা হতে চলেছে, তা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।

Advertisement
বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বারাণসীতে বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বারাণসীতে
হাইলাইটস
  • নয়া কৃষি আইন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা
  • কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশেই রয়েছে
  • বেনারসের এক অনুষ্ঠানে তিনি বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়া কৃষি আইন (New Farm Law) নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা (Opposition Parties)। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি আরও জানান, স্বামীনাথন কমিশনের রিপোর্টের সুপারিশ মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করা হয়েছে। সোমবার বেনারসে এক অনুষ্ঠানে তিনি বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশেই রয়েছে। দিল্লিতে চলা কৃষক আন্দোলনের মধ্যেইএদিন ওই অনুষ্ঠানে নয়া কৃষি আইনে কৃষকদের কী কী সুবিধা হতে চলেছে, তা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।

কৃষকদের নতুন সুযোগ
এদিন ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, "নতুন কৃষি আইন কৃষকদের জন্য নতুন সুযোগ খুলে দেবে এবং তাঁদের আইনি রক্ষাকবচও দেবে। আমি বিশ্বাস করি যে কৃষকদের মধ্যে এখনও কিছু সংশয় রয়েছে, তাঁরাও নতুন সংস্কারের সুফল পাবেন। এবং ভবিষ্যতে তাঁদের আয় আরও বাড়বে।"

বাংলার অবস্থান নিয়ে প্রশ্ন
কারও নাম না করে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের সমালোচনা করেছেন তিনি। সব রাজ্য চালু করলেও বাংলা এখনও প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা চালু করেনি। এ ব্যাপারে তিনি বলেছেন,"আমাদের সরকার যখন ওই রাজ্যে গঠিত হবে, আমরা ওই প্রকল্প সে রাজ্যে চালু করে দেব।"

স্বামীনাথন রিপোর্ট
তিনি জানান, স্বামীনাথন কমিশনের রিপোর্ট ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে যা বলা হয়েছিল, তাই মেনে নেওয়া হয়েছে। তিনি বলেন, "৪৯ হাজার কোটি টাকা দিয়ে ডাল কেনা হয়েছে। যা আগের সরকারের থেকে ৭৫ শতাংশ বেশি। আমরা আড়াই গুণ বেশি ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে গম কিনেছি। কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা নামে অপপ্রচার চালাচ্ছে।"

কৃষক-বিরোধীরাই এখন কৃষক-দরদী!
আগে যাঁরা কখনও কৃষকদের কথা ভাবেননি, এখন তাঁরাই কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে অপপ্রচার করা হয়েছে। আগে যাঁরা কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন, এখন তাঁরাই কৃষকদের মধ্যে অপপ্রচার চালাচ্ছেন।"

Advertisement

লাগাতার অপপ্রচার
তিনি বলেন সরকার নিয়মকানুন তৈরি করে এর মধ্যে কিছু প্রশ্ন আসতেই পারে এটাই গণতন্ত্রের অংশ কিন্তু গত কয়েক বছরে অন্য একটা প্রবণতা দেখা যাচ্ছে আগে সরকারের সিদ্ধান্ত নিয়ম পছন্দ না হলে তার বিরোধিতা করা হত কিন্তু এখন তা। কিন্তু এখন করা হচ্ছে অপপ্রচার। কিন্তু এমন করলে ভবিষ্যতে তার ফল ভাল হবে না।

Advertisement