scorecardresearch
 

PM Modi Attacks Congress: 'আমাদের বাটোয়ারা করে...', মহারাষ্ট্রে মোদীর নিশানায় কংগ্রেস

PM Modi Attacks Congress: প্রধানমন্ত্রী বলেছেন যে, কংগ্রেস ভারতের সবচেয়ে বেইমান এবং ভ্রষ্ট দল যে কোনও সময়েই যে কোনও রাজ্যে কংগ্রেসের চরিত্র বদলায়নি। কংগ্রেস নির্বাচনে বড় বড় কথা বলে। কিন্তু সরকার তৈরি হওয়ার পর জনতাকে শোষণ করার নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করে।

Advertisement
'কংগ্রেসের আসল রং খোলাখুলি সামনে চলে এসেছে', মহারাষ্ট্রে কংগ্রেসকে আক্রমণ মোদীর 'কংগ্রেসের আসল রং খোলাখুলি সামনে চলে এসেছে', মহারাষ্ট্রে কংগ্রেসকে আক্রমণ মোদীর

PM Modi Attacks Congress: নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিতে সফর করছেন। শনিবার তিনি ৫৬ হাজার কোটি টাকার বেশি বিভিন্ন যোজনা কথা ঘোষণা করেন। জনসভায় সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি মহারাষ্ট্রতে একটা বড় খবর নিয়ে এসেছি। কেন্দ্রীয় সরকার মারাঠি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। আজ প্রত্যেক নাগরিকের একটাই লক্ষ্য, বিকশিত ভারত। এই জন্য আমাদের সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটি সংকল্প এবং প্রত্যেকটি স্বপ্ন বিকশিত ভারতের প্রতি সমর্পিত। এই লক্ষ প্রাপ্ত করতে হলে আমাদের মুম্বই এবং থানের মতো শহরগুলিকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। কিন্তু এর জন্য আমাদের দ্বিগুণ পরিশ্রম করতে হবে। কারণ আমাদের উন্নয়নও করতে হবে এবং কংগ্রেস সরকারের গর্তগুলো ভর্তি করতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন যে, কংগ্রেস ভারতের সবচেয়ে বেইমান এবং ভ্রষ্ট দল যে কোনও সময়েই যে কোনও রাজ্যে কংগ্রেসের চরিত্র বদলায়নি। আপনি গত ১ সপ্তাহের পরিস্থিতির দিকে যদি নজর রাখেন, তাহলে দেখবেন, কংগ্রেসের একজন মুখ্যমন্ত্রীর জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে, তাদের এক মন্ত্রী মহিলাকে গালিগালাজ করছেন, তাঁকে অপমানিত করছেন। হরিয়ানায় কংগ্রেসের এক নেতা ড্রাগস সহ ধরা পড়েছেন। কংগ্রেস নির্বাচনে বড় বড় কথা বলে। কিন্তু সরকার তৈরি হওয়ার পর জনতাকে শোষণ করার নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করে। প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন ট্যাক্স লাগিয়ে নিজেদের কেলেঙ্কারি জন্য পয়সা জোগাড় করার চেষ্টা করে।

তিনি বলেন যে, কংগ্রেস জানে তাদের ভোটব্যাঙ্ক থাকবে। কিন্তু বাকি লোকেদের খুব সহজেই ভাগ করে দেওয়া যাবে। খুব সহজেই ভেঙে দেওয়া যাবে। এ জন্য কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলোর মিশন একটাই, সমাজকে ভেঙে ফেলো লোকেদের ভাগ করে ফেলো এবং ক্ষমতা দখল কর। এজন্য আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমাদের একতা বজায় রাখতে হবে। যদি আমরা না ভাগ হয়ে যাই, তা তাহলে কংগ্রেস এবং তাদের সহযোগীদের মনস্কামনা পূরণ হবে না। আজ কংগ্রেসের আসল রং খোলাখুলি সামনে চলে এসেছে। কংগ্রেসকে এখন আরবান নকশাল গ্যাং চালাচ্ছে। গোটা পৃথিবীতে যে সমস্ত লোকেরা ভারতকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। কংগ্রেস তাদের খোলাখুলি সমর্থন করছে। এ জন্য নিজেদের ঘোর ব্যর্থতা সত্বেও কংগ্রেস সরকার তৈরি করা স্বপ্ন দেখছে।

Advertisement

এদিন জগদম্বা মন্দিরের পুজো দেন মোদী
জানিয়ে দেওয়া যাক যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে ওয়াসিম জেলায় অবস্থিত জগদম্বা মাতা মন্দিরে পূজা-অর্চনা করেন। এই মন্দির পাহরাদেবী এলাকায় অবস্থিত এবং এটি একটি ধার্মিক ভাবে গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। শনিবার প্রধানমন্ত্রী মোদী মন্দিরে পৌঁছন এবং বিধি মেনে পুজো করেন।

 

Advertisement