scorecardresearch
 

PM Modi: 'মন খারাপ করছেন কেন, দারুণ কাজ করেছেন', ভোটের ফল নিয়ে BJP কর্মীদের বললেন মোদী

লোকসভা নির্বাচনে এবার প্রত্যাশিত ফল হয়নি বিজেপির। ৪০০ পারের স্বপ্নভঙ্গ হয়েছে। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি পদ্মশিবির। শরিকদের উপর নির্ভর করে তৃতীয় বারের জন্য সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • লোকসভা নির্বাচনে এবার প্রত্যাশিত ফল হয়নি বিজেপির।
  • ৪০০ পারের স্বপ্নভঙ্গ হয়েছে।
  • বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

লোকসভা নির্বাচনে এবার প্রত্যাশিত ফল হয়নি বিজেপির। ৪০০ পারের স্বপ্নভঙ্গ হয়েছে। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি পদ্মশিবির। শরিকদের উপর নির্ভর করে তৃতীয় বারের জন্য সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বৃহস্পতিবার বিজেপি সদর দফতরে কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভোটের ফলে কর্মীরা যাতে হতাশ না হন, সেই বার্তা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, 'আমরা অনেক ভাল কাজ করেছি। আমাদের সামনের দিকে এগোতে হবে।' গত লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা নিয়েও দলের কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। 

লোকসভা নির্বাচনে শামিল হওয়া সমস্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় বিজেপি দফতরে ছিলেন তিনি। বিজেপি দফতরে মোদীকে স্বাগত জানান দলের সভাপতি জেপি নাড্ডা। 

আরও পড়ুন

২০২৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০টি আসনে পদ্মফুল ফুটেছে। ভোটের এহেন ফল নিয়ে দলের কর্মীদের একাংশ হতাশ বলে জানা গিয়েছে। কর্মীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী তাঁদের প্রশংসা করেন। মোদি বলেছেন, 'আপনাদের পরিশ্রমের কোনও কমতি নেই।  ফলাফল নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। সকলে ভাল কাজ করেছেন।'

তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আগে জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে 'অটুট সম্পর্কের' কথা তুলে ধরেছিলেন মোদী। 
বলেছিলেন, 'সবচেয়ে সফল জোট এনডিএ। শরিক দলগুলোর সঙ্গে বিশ্বাসের সেতু মজবুত, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি।'  বলেছিলেন, 'আমার অনেক সৌভাগ্য যে, এনডিএর নেতা নির্বাচিত করে আপনারা আমায় নতুন দায়িত্ব দিলেন। আপনাদের সঙ্গে বিশ্বাসের সেতু আরও মজবুত হল, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি।' এনডিএ প্রসঙ্গে মোদী আরও বলেছিলেন, 'সবচেয়ে সফল জোট এনডিএ। ভোটের আগে জোট এত বড় সফল কখনও হয়নি, যতটা এনডিএ-তে হয়েছে।আমাদের এই জোট দেশের আত্মার প্রতীক সবার মত নেওয়া প্রয়োজন। আমাদের জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাব। সর্বসম্মতিক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এনডিএ সরকার।' সুশাসন, উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছিলেন মোদী। বলেছিলেন,  'আমাদের সকলের কাজের মূল ধারা হল গরিবের কল্যাণ। আগামী ১০ বছরে সুশাসন, উন্নয়ন, মহিলাদের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। সুশাসনের মূলমন্ত্র হল এনডিএ সরকার।'
 

Advertisement

Advertisement