scorecardresearch
 

নবীনের তারিফ মোদীর! মমতার ওপর বাড়ল চাপ? জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র টুইট নয়া ইন্ধন জুগিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)-র গরহাজিরার বিষয়টি বিজেপি সহজে ছেড়ে দিতে নারাজ। ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) নিয়ে ওডিশা এবং বাংলার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের প্রশংসা করে টুইট করেছেন
  • আর এর ফলে জল্পনা তৈরি হয়েছে
  • শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দেরি করে গিয়েছেন বলে অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক (Odisha CM Naveen Patnaik)-এর প্রশংসা করে টুইট করেছেন। আর এর ফলে জল্পনা তৈরি হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) দেরি করে গিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।

এরপর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র টুইট নয়া ইন্ধন জুগিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)-র গরহাজিরার বিষয়টি বিজেপি সহজে ছেড়ে দিতে নারাজ। ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) নিয়ে ওডিশা এবং বাংলার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, ভুবনেশ্বরে পর্যালোচনা বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। আমার একসঙ্গে কাজ করে যাব। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা আরও ভাল করার কাজ চলবে। এই ক্ষেত্রে ওডিশা দারুণ কাজ করেছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘণ্টা অপেক্ষা করিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার কলাইকুন্ডায় তাঁদের মধ্যে বৈঠক ছিল। ওই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী আধ ঘণ্টা অপেক্ষা করিয়েছেন বলে অভিযোগ। 

এই ঘটনা নিয়ে বিজেপি সমালোচনা শুরু করেছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন। টুইটে তিনি তাঁদের আক্রমণ করেন। তাঁর কটাক্ষ, তথাকথিত ৩০ মিনিট অপেক্ষা করার জন্য এত হাঙ্গামা? কিন্তু ১৫ লক্ষ টাকার জন্য ভারতবাসী ৭ বছর ধরে অপেক্ষা করছেন।

তিনি আরও লিখেছেন, এটিএমের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। টিকার জন্য মাসের পর মাস অপেক্ষা করছেন। এখন আপনারাও মাঝে মাঝে একটু অপেক্ষা করুন। 

Advertisement

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। ওই পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী আধ ঘন্টা পরে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবং এরপর বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা শুরু করেছে বিজেপি।

দলের সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁরা একের পর এক অভিযোগ করেছেন।

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ওই পদ থেকে অব্যহতি দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাঁকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রকে নিযুক্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিটি আলাপন বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ৩১ মে-র মধ্যে তাঁকে রিপোর্ট করতে। হবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দেরি করে যাওয়ায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র। এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। এ নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement