scorecardresearch
 

PM Modi: 'মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া', বারাণসীতে গিয়ে ফের বললেন মোদী

ভোটের প্রচারে গিয়ে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, মা গঙ্গা তাঁকে দত্তক নিয়েছেন। ফের বারাণসী থেকে জয়ী হয়েছেন মোদী। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। জয়ের পর প্রথম বার বারণসীতে গিয়ে মোদী ফের বললেন, 'মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া'। 

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • ফের বারাণসী থেকে জয়ী হয়েছেন মোদী।
  • তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন।
  • জয়ের পর প্রথম বার বারণসীতে গিয়ে মোদী ফের বললেন, 'মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া'। 

ভোটের প্রচারে গিয়ে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, মা গঙ্গা তাঁকে দত্তক নিয়েছেন। ফের বারাণসী থেকে জয়ী হয়েছেন মোদী। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। জয়ের পর প্রথম বার বারণসীতে গিয়ে মোদী ফের বললেন, 'মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া'। 

ভোটের প্রচারে মোদীর এমন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ-ও  বলেছিলেন, 'কেউ আমাকে পাগল বলতে পারে। কিন্তু আমি নিশ্চিত যে, পরমাত্মা আমায় একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। এক বার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।' যা নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধী নেতারা। 

অন্য দিকে, এদিন প্রধানমন্ত্রী বলেছেন, 'নির্বাচনে জয়ের পর আজ প্রথম বার বারাণসীতে এলাম। কাশীবাসীকে অভিনন্দন জানাই। কাশীবাসীর কারণে ধন্য হয়েছি।'

আরও পড়ুন

 মোদীর সফর ঘিরে এদিন সাজ সাজ রব বারাণসীতে। ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে ঘাটগুলি। মা গঙ্গার আশীর্বাদ পেতে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী এবং গঙ্গার পুজো করবেন। এরপর কাশী বিশ্বনাথের দর্শন নিতে বিশ্বনাথধামেও যাবেন প্রধানমন্ত্রী। 

৫৪৩ আসনের লোকসভায় এবার বিজেপি পেয়েছে ২৪০টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। বিজেপি বিরোধী জোটের ঝুলিতে রয়েছে ২৩৪টি আসন। এনডিএ পেয়েছে ২৯৩টি আসন। তাই শরিক দলকে এবার বাড়তি গুরুত্ব দিতে হয়েছে মোদী-শাহদের। এবার  নির্বাচনের আগে আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন বিজেপির কাছে বড় হাতিয়ার ছিল মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। তবে সেই অযোধ্যায় ভাল ফল করতে পারেনি বিজেপি। 

শরিক দলের উপর নির্ভর করে এবার সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। যা নিয়ে প্রায়শই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। এই সরকার টিকবে কি না, সেই নিয়েও নানা তীর্যক মন্তব্য করেছেন বিরোধী দলের নেতারা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনিও বললেন, 'তৃতীয় মোদী সরকারকে টিকে থাকার লড়াই করতে হবে। ছোটখাটো সমস্যা হলেও সরকার পড়ে যেতে পারে।' 

Advertisement

Advertisement