বৃহস্পতিবার সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বৃহস্পতিবারের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। তারপরই প্রধানমন্ত্রী কথা বলেন সিনিয়র মন্ত্রীদের সঙ্গে।
বৃহস্পতিবার দুই ব্যক্তি - সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি - জিরো আওয়ারে পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন। ক্যানিস্টার থেকে একটি হলুদ রঙের ধোঁয়া ছেড়ে দেন। যদিও সাংসদরা তাদের ঘিরে ফেলে ও নিরস্ত করে।
এছাড়াও অমল ও নীলম নামে দুই ব্যক্তি সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান। ক্যানিস্টার থেকে রঙিন গ্যাস স্প্রে করে 'তানাশাহি না চলেগি' স্লোগান দেওয়া হয়।
বুধবার সংসদে ঠিক কী ঘটেছে?
বুধবার দুপুরে সংসদে অধিবেশন চলছিল। সেই সময় আচমকাই দর্শকদের গ্যালারি থেকে দু'জন ঝাঁপ দেন। এই ঘটনায় হতচকিত হয়ে যান সাংসদেরা। ছিটকে সরে গিয়ে সাংসদেরা দেখেন যে, চারদিকে হলুদ রঙের গ্যাস বেরোচ্ছে। দুই যুবকের হাতে ছিল রং বোমা। এই দুই যুবকের নাম সাগর এবং মনোরঞ্জন। তাঁদের আটক করা হয়েছে। অন্য দিকে, সংসদের বাইরে স্প্রে নিয়ে ঘুরছিল আরও দু'জন। পুলিশ সূত্রে খবর, পরিবহণ ভবনের সামনে থেকে এক মহিলা-সহ ২ জনকে পাকড়াও করা হয়েছে। তাঁদের নাম অমল এবং নীলম। লোকসভায় ঢুকে তাণ্ডবের ঘটনায় আরও ২ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার জেরে মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। সংসদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।