সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে ভাষণ দিয়েছেন। আজ অর্থাত্ মঙ্গলবার জবাবি ভাষণে পাল্টা রাহুলের নাম না করে 'বালক-বুদ্ধি' কটাক্ষ করলেন মোদী। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তীব্র নিশানা করেন। রাহুল গান্ধীর নাম না করে মোদী ব্যঙ্গ করে বললেন, 'আজকাল শিশুদের বিনোদন দেওয়ার কাজ চলছে। তৃতীয়বার এনডিএ ক্ষমতায় আসা একটি ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার পর এই সৌভাগ্য এদেশে দ্বিতীয়বার এসেছে। এবং এটি এসেছে ৬০ বছর পর। এর মানে এই যে এই সিদ্ধি অর্জন এত পরিশ্রমের পরে আসে।'
রাহুল গান্ধীর নাম না করে মোদীর কটাক্ষ, 'একটা শিশু স্কুল থেকে এসে জোরে জোরে কাঁদতে শুরু করল। মা-ও খুব ভয় পেলেন। শিশুটা বলল, মা আমায় আজ স্কুলে এ, ও মেরেছে। মা খুব চিন্তিত হয়ে উঠলেন। জিজ্ঞাসা করলেন , কেন? কিন্তু বাচ্চাটি বলল না, কোনও বাচ্চাকে সে মা নিয়ে গালি দিয়েছিল, কারও খাতা ছিঁড়ে দিয়েছিল, কারও টিফিন কেড়ে নিয়েছিল, টিচারকে চোর বলেছিল...।আমরা লোকসভায় কাল শিশুর মতো কাজকর্ম দেখেছি। আমাকে ও মেরেছে, এ মেরেছে, আমাকে এখানে মেরেছে, ওখানে মেরেছে, এসব চলতে থাকল। সমবেদনা পাওয়ার জন্য এখন নতুন নাটক শুরু হয়েছে। কিন্তু দেশ এটা জানে, এই হাজার কোটি টাকার কারচুপিতে উনি জামিনে বাইরে আছেন। ইনি ওবিসি পরিবারের মানুষদের চোর বলার মামলায় সাজা পেয়েছেন। এঁদের দেশের সর্বোচ্চ আদালতে ক্ষমা চাইতে হয়েছে। এঁর উপর বীর সাভারকরের মতো মহান ব্যক্তিকে অপমান করার মামলা আছে। এঁর উপর অনেক নেতা, আধিকারিক ও সংস্থায় মিথ্যা বলার গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। বালক-বুদ্ধিতে না বলার ঠিকানা থাকে, না ব্যবহারের কোনও নিয়ন্ত্রণ থাকে। তাই সংসদেও যাকে তাকে জড়িয়ে ধরেন। তাই সংসদে বসেও কাউকে চোখ মারেন। এঁর সত্যতা এখন গোটা দেশ জেনে গিয়েছে। তাই দেশ এঁদের বলছে, তোমার দ্বারা হবে না।'
#WATCH | Prime Minister Narendra Modi says, "...We will not be able to protect parliamentary democracy without taking seriously what happened yesterday. We should not ignore these acts by calling them childish, by considering them childish, we should not ignore them at all and I… pic.twitter.com/wQdSMk7avZ
— ANI (@ANI) July 2, 2024
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের দেশে চারটি রাজ্যে নির্বাচনও হয়েছে। এই চারটি রাজ্যেই এনডিএ সাফল্য পেয়েছে। আমরা দারুণ জয় পেয়েছি। ওড়িশা আমাদের প্রচুর আশীর্বাদ করেছে। অন্ধ্রপ্রদেশ এনডিএ সাফ করেছে। আমরা আবার অরুণাচল প্রদেশে সরকার গঠন করব। সিকিমে আবারও সরকার গঠন করেছে এনডিএ। আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ব্যাপক বিজয় অর্জন করেছি। নতুন নতুন এলাকায় জনগণের ভালোবাসা পাচ্ছি। জনসাধারণের আশীর্বাদ পেয়েছেন।'
তিনি কটাক্ষ বলেন, 'আমি আমার সাধারণ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। একটি ছোট বাচ্চা সাইকেল চালিয়ে বের হচ্ছে এবং সেই শিশুটি সাইকেল থেকে পড়ে, গড়িয়ে পড়ে, কান্নাকাটি শুরু করে, তখন একজন বৃদ্ধ তার কাছে এসে বলেন, দেখুন পিঁপড়েটি মারা গেছে, পাখিটি উড়ে গেছে, এটি করলে তার মন চলে যাবে। এটা ঠিক করার চেষ্টা করা যাক. তার মনোযোগ সরিয়ে আমরা শিশুকে আপ্যায়ন করি। তাই আজকাল চলছে শিশুকে বিনোদন দেওয়ার কাজ। আর কংগ্রেস ইকোসিস্টেম আজকাল বিনোদনের এই কাজটি করছে। 1984 সালের নির্বাচনের কথা মনে করুন। এরপর এদেশে ১০টি লোকসভা নির্বাচন হয়েছে। তা সত্ত্বেও কংগ্রেস আড়াইশোর অঙ্ক ছুঁতে পারেনি। এবার কোনোভাবে আমরা ৯৯-এর ফাঁদে আটকে গেছি।'
#WATCH | Prime Minister Narendra Modi says, "...'Jab yeh baalak buddhi poori tarah sawaar ho jati hai toh sadan mein bhi kisi ke gale pad jate hai. Yeh baalak buddhi jab apni seemaye kho deti hai, toh sadan ke andar baithke aankhein maarte hain..." pic.twitter.com/vX6GBUFyHD
— ANI (@ANI) July 2, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, এই দেশের মানুষ ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেসকে জনমত দিয়েছে এবং এই দেশের জনমত হল, হল আপনি শুধু বিরোধী দলে বসে থাকুন। আর তর্ক শেষ হলে চিৎকার করতে থাকুন, চিৎকার করতে থাকুন। কংগ্রেসের ইতিহাসে এই প্রথমবার যখন কংগ্রেস টানা তিনবার ১০০ অঙ্ক অতিক্রম করতে পারেনি। কংগ্রেসের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম পরাজয়। তৃতীয় বাজে পারফরম্যান্স। ভাল হত যদি কংগ্রেস তার পরাজয় মেনে নিত, জনসাধারণ জনার্দনের আদেশকে হৃদয়ে গ্রহণ করত এবং আত্মদর্শন করত। কিন্তু তারা চেয়ার আসন করতে ব্যস্ত।