সংসদে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় কংগ্রেস ও বিরোদীদের নিশানা করে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রীর এই সময়ের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, বিরোধীদের দিকে জলের গ্লাস এগিয়ে দিচ্ছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, ভাষণ দেওয়ার সময় বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের বিরোধিতা করতে থাকেন। হাউসে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন তাঁরা। কয়েকজন নেতা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদী স্লোগান দেওয়া সাংসদের দিকে একটি জলের গ্লাস বাড়িয়ে দেন। প্রথমে কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুরকে গ্লাসটি দেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। তারপর তিনি আরেক সাংসদ হিবি ইডেনকে এক গ্লাস জল যাচেন, তবে তিনি ফিরিয়ে দেননি। তাঁর হাতে থেকে নেওয়া জল খেতে দেখা যায় হিবি ইডেনকে।
আসলে, প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার সময় বিরোধীরা হট্টগোল শুরু করে, তখন প্রধানমন্ত্রী হেডফোন পরে থাকতে দেখা যায়।
হিবি ইডেন কেরালার এনারকুলাম আসনের কংগ্রেস সাংসদ। এই আসনে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে সংসদে পৌঁছেছেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, হিবি ইডেন এর্নাকুলাম থেকে CPI(M) এর পি. রাজীবকে ১.৬ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন।
Amid heated protests, PM @narendramodi ji offers a glass of water to an opposition MP shouting slogans against him in the well, exemplifying calm amidst the chaos. pic.twitter.com/n3mlk5CwmF
— Adv Akhilesh Chaubey (Modi Ka Parivar) (@AkhileshChaubey) July 2, 2024
কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী
তবে আর যাই হোক, এদিনেপ ভাষণে বাক্যবাণে বেঁধেন কংগ্রেসকে। ভাষণে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলেন। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে দেশের অগ্রগতি রুদ্ধ করার অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস ইকোসিস্টেমের উপর আক্রমণ
প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০১৪ সালে সরকারে আসার পর, দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেসের ইকোসিস্টেম। কংগ্রেসের সহায়তায়, এই ইকোসিস্টেম ৭০ বছর ধরে বিকাশ লাভ করেছে। আজ আমি এই ইকোসিস্টেমকে সতর্ক করছি, যেভাবে দেশের উন্নয়ন যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, তারা দেশের অগ্রগতিকে লাইনচ্যুত করবে, আমি আজ বলতে চাই যে এর সমস্ত ষড়যন্ত্রের জবাব এখন তার নিজের ভাষায় পাওয়া যাবে। এ দেশ কখনও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেবে না।