scorecardresearch
 

Narendra Modi Letter: কন্যাকুমারীতে ধ্যানের পর কী ঘটেছে? আধ্যাত্মিক অনুভূতি জানালেন মোদী

লোকসভা নির্বাচনের এগজিট পোলে আবারও ক্ষমতায় ফেরার ইঙ্গিত আসার পরে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জনগণকে সম্বোধন করা একটি চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের উন্নয়নের গতিপথ আমাদের গর্ব এবং গৌরবে পূর্ণ করে।

Advertisement
কন্যাকুমারীতে ধ্যানের পর কী ঘটেছে? আধ্যাত্মিক অনুভূতি জানালেন মোদী কন্যাকুমারীতে ধ্যানের পর কী ঘটেছে? আধ্যাত্মিক অনুভূতি জানালেন মোদী
হাইলাইটস
  • দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের উন্নয়নের গতিপথ আমাদের গর্ব এবং গৌরবে পূর্ণ

লোকসভা নির্বাচনের এগজিট পোলে আবারও ক্ষমতায় ফেরার ইঙ্গিত আসার পরে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জনগণকে সম্বোধন করা একটি চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের উন্নয়নের গতিপথ আমাদের গর্ব এবং গৌরবে পূর্ণ করে। তিনি লিখেছেন,'গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ২০২৪ সালের লোকসভা নির্বাচন, আজ আমাদের দেশে, গণতন্ত্রের মাতার সমাপ্তি ঘটছে। কন্যাকুমারীতে তিন দিনের আধ্যাত্মিক যাত্রার পর আমি সবেমাত্র দিল্লির উদ্দেশে বিমানে চড়েছি। দিনভর কাশী এবং অনেক অন্যান্য আসন আমার মনের মধ্যে রয়েছে। যা অনেক অভিজ্ঞতা এবং আবেগে ভরা।'

প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি নিজের মধ্যে শক্তির সীমাহীন প্রবাহ অনুভব করেন। তিনি আরও বলেছেন যে তাঁর নির্বাচনী প্রচার শেষ করার পরে যখন তিনি কন্যাকুমারীতে ধ্যান শুরু করেছিলেন, তখন উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কণ্ঠস্বর এবং অভিযোগ, সব অদৃশ্য হয়ে যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচন অমৃত কালের মধ্যে প্রথম। আমি কয়েক মাস আগে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের ভূমি মেরট থেকে আমার প্রচার শুরু করেছিলাম। তারপর থেকে, আমি দেশজুড়ে সফর করেছি। এই নির্বাচনের চূড়ান্ত সমাবেশ আমাকে পঞ্জাবের হোশিয়ারপুরে নিয়ে গিয়েছিল, যা সন্ত রবিদাসজির সঙ্গে জড়িত, আমি মা ভারতীর চরণে এসেছি নির্বাচনের উন্মাদনা আমার হৃদয়-মনে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখ আর্দ্র হয়ে উঠছিল... এবং তারপরে, উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক, আক্রমণ এবং অভিযোগের শব্দ, যা একটি নির্বাচনের বৈশিষ্ট্য। তারা সবই শূন্যতায় হারিয়ে গিয়েছে।'

সব বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত দিচ্ছে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন নরেন্দ্র মোদী। বিরোধীরা কয়েকটি রাজ্যে টক্কর দিলেও দিল্লির তখত দখলের জন্য তা পর্যাপ্ত ছিল না। আর বুথফেরত সমীক্ষায় সরকারে আসার সম্ভাবনা জোরাল হতেই এক্স হ্যান্ডেলে বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, বিরোধীদের জাতিবাদ, সাম্প্রদায়িক ও পরিবারতন্ত্রের রাজনীতিকে খারিজ করেছেন ভোটাররা। সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,'সুযোগসন্ধানী ইন্ডি জোট ভোটারদের মন বুঝতে ব্যর্থ হয়েছে। তারা জাতিবাদী, সাম্প্রদায়িক আর দুর্নীতিগ্রস্ত। এই জোট তৈরি হয়েছে হাতে গোনা পরিবারবাদীর জন্য। দেশের ভবিষ্যতের জন্য দিশা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। তারা শুধুমাত্র মোদীকে আক্রমণেই ওস্তাদ। এই ধরনের নিম্নস্তরের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা।'

Advertisement

মোদী যোগ করেছেন,'আমি আত্মবিশ্বাস নিয়ে বলছি, রেকর্ড সংখ্যক মানুষ এনডিএ সরকারকে ভোট দিয়েছে। তাঁরা আমাদের কর্মপদ্ধতি দেখেছেন। গরিব, প্রান্তিক মানুষের জীবনকে উন্নত করার চেষ্টা করেছি। সেই সঙ্গে তাঁরা দেখেছেন, কীভাবে দেশে সংস্কার হয়েছে। পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। সরকারের প্রতিটি প্রকল্প ভেদাভেদ ছাড়া সকলের কাছে পৌঁছেছে'। এ দিন ভোটারদের অভিনন্দন জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন,'যাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটগ্রহণে তাঁদের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও পোক্ত করেছে। তাঁদের দায়বদ্ধতা ও সমর্পণের জন্য দেশের গণতন্ত্রের মূল্যবোধ টিকে রয়েছে'।

Advertisement