scorecardresearch
 

হাতরসের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে! রন্ধ্রে রন্ধ্রে পাশবিক অত্যাচারের প্রমাণ

দলিত এই নির্যাতিতার ঘাড়ের C6 সার্ভিকাল ভার্টিব্রা হাড়টি ভেঙে যায় বলে রিপোর্টে উল্লেখ। হাড়ের ভাঙা জায়গায় রক্তক্ষরণের প্রমাণও পাওয়া গিয়েছে। তিন চিকিৎসক সই করেছেন ময়নাতদন্তের এই রিপোর্টে।

Advertisement
নির্যাতিতার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য নির্যাতিতার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
হাইলাইটস
  • অভিযুক্তদের অমানবিক অত্যাচারে ভেঙে গিয়েছিল ২০ বছরের তরুণীর ঘাড়‌ের হাড়।
  • গত ১৪ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের হাতরসে বছর ২০- র দলিত তরুণীর উপর যৌন নির্যাতন করে চার অভিযুক্ত।
  • গণধর্ষণের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে।

দিল্লি, ১ অক্টোবর: এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল হাতরসের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে। অভিযুক্তদের অমানবিক অত্যাচারে ভেঙে গিয়েছিল ২০ বছরের তরুণীর ঘাড়‌ের হাড়। রিপোর্টে আরো উঠে এসেছে, বারবার গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা‌ হয়েছিল তাঁকে। তাঁর গলায় কালশিটে দাগও মিলেছে। দলিত এই নির্যাতিতার ঘাড়ের C6 সার্ভিকাল ভার্টিব্রা হাড়টি ভেঙে যায় বলে রিপোর্টে উল্লেখ। হাড়ের ভাঙা জায়গায় রক্তক্ষরণের প্রমাণও পাওয়া গিয়েছে। তিন চিকিৎসক সই করেছেন ময়নাতদন্তের এই রিপোর্টে। 

গত ১৪ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের হাতরসে বছর ২০- র দলিত তরুণীর উপর যৌন নির্যাতন করে চার অভিযুক্ত। গণধর্ষণের পাশাপাশি পাশবিক অত্যাচার করে ভেঙে দেওয়া হয় তাঁর শরীরের একাধিক হাড়। এমন কি তাঁর জিভের একাংশ কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২৯ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। 

অভিযুক্ত চারজনই ওই গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণধর্ষণের সঙ্গে তাদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে। যদিও এই মামলার প্রথম থেকেই উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকী নির্যাতিতার পরিবারের দাবি, তাদের না জানিয়েই তরুণীর দেহ সৎকার করেছে পুলিশ।

Advertisement