scorecardresearch
 

Presidential Election 2022 India : দ্রৌপদী-যশবন্ত ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে রয়েছেন আরও প্রার্থী, কারা?

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা ছাড়াও লিমকা বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করা পদ্মরাজন নির্বাচনে রয়েছেন। নির্বাচনে হারার রেকর্ড রয়েছে তাঁর। তিনি এখন পর্যন্ত ২৩১ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি, কিন্তু কখনও জেতেননি।

Advertisement
রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবন
হাইলাইটস
  • এগিয়ে আসছে রাষ্ট্রপতি নির্বাচন
  • প্রার্থী হচ্ছেন অনেকেই
  • জেনে নিন কয়েকজনের পরিচয়

রাষ্ট্রপতি নির্বাচনের (Indian President Election) দিনক্ষণ এগিয়ে আসছে। বর্তমানে দুই প্রার্থীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। একজন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং অপরজন বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার (Yashwant Sinha)। কিন্তু এটা জানেন কি যে, রাষ্ট্রপতি নির্বাচন শুধু এই দুই ব্যক্তির মধ্যে হচ্ছে না। বরং এখনও পর্যন্ত মোট ৫৬ জন প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইতে নেমেছেন।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা ছাড়াও লিমকা বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করা পদ্মরাজন নির্বাচনে রয়েছেন। নির্বাচনে হারার রেকর্ড রয়েছে তাঁর। তিনি এখন পর্যন্ত ২৩১ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি, কিন্তু কখনও জেতেননি।

এ ছাড়া রাম কুমার শুক্লাও ভোটের ময়দানে রয়েছেন। তিনি মনে করেন রাষ্ট্রপতির উচিত নূন্যতম সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করা। রাম কুমার বলেন, তিনি রাষ্ট্রপতি হলে খুব সাধারণ জীবনযাপন করবেন। সেক্ষেত্রে তাঁর শুধুমাত্র একটিই বাড়ি থাকবে, বর্তমান রাষ্ট্রপতির মতো তিনটি নয়।

আরও এক প্রার্থীর নাম অশোক কুমার ধিংড়া। তিনি সেনাবাহিনী এবং সামরিক কর্মীদের বিষয়ে কথা বলে নিজেকে একজন উপযুক্ত প্রার্থী হিসাবে দাবি করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শঙ্কর আগরওয়ালও রাষ্ট্রপতি নির্বাচনে লড়ছেন। এছাড়া সুরজ প্রকাশও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এখনও পর্যন্ত দুর্ঘটনায় আহত বহু মানুষকে সাহায্য করেছেন।

সুরজ প্রকাশ
সুরজ প্রকাশ

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ জুলাই ভোট গণনা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ জুন। সেক্ষেত্রে আরও প্রার্থীরা নির্বাচনী ময়দানে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। গতবারে রাষ্ট্রপতি নির্বাচনে ১০৬ জন প্রার্থী ছিলেন।

আরও পড়ুনউত্তরবঙ্গে আজ বাড়বে বৃষ্টি, দক্ষিণেও ভারী বর্ষার দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস 

Advertisement

আরও পড়ুন২২০ থেকে ৭৫ কেজি আদনান সামি, এই ৬ খাবারেই...

 

Advertisement