scorecardresearch
 

উত্তরপ্রদেশে সাংঘাতিক কাণ্ড! মন্দির চত্বরে ঢুকে পুরোহিতকে পর পর গুলি

রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ। ফের আক্রান্ত হলেন মন্দিরের পুরোহিত। উত্তরপ্রদেশের গোন্ডায় মন্দিরের পুরোহিতকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় ওই পুরোহিত হাসপাতালে চিকিৎসাধীন। 

Advertisement
আহত পুরোহিত। ছবি- অঞ্চল শ্রীবাস্তব/ আজ তক আহত পুরোহিত। ছবি- অঞ্চল শ্রীবাস্তব/ আজ তক
হাইলাইটস
  • উত্তরপ্রদেশে পুরোহিতকে গুলি
  • জমি বিবাদের জেরে হামলার অভিযোগ
  • গোটা ঘটনার তদন্তে পুলিশ

রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ। ফের আক্রান্ত হলেন মন্দিরের পুরোহিত। উত্তরপ্রদেশের গোন্ডায় মন্দিরের পুরোহিতকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় ওই পুরোহিত হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গিয়েছে, আক্রান্ত ওই পুরোহিতের নাম সম্রাট দাস। গোন্ডা এলাকায় স্থানীয় রামজানকি মন্দিরের পুরোহিত তিনি। শনিবার রাতে মন্দির চত্বরে প্রবেশ করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। 

স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে এই মন্দিরের জমি হাতিয়ে নেওয়ার ছক কষেছিলেন জমি মাফিয়ারা। এই হামলার পিছনে জমি বিবাদই রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এর আগেও বেশ কয়েকবার ওই পুরোহিতের উপর হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

ইতিমধ্যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। সেই সঙ্গে ওই মন্দির চত্বরের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে বলে খবর।

রাজস্থানের করোলি রেশ এখনও কাটেনি। তার মধ্যে এবার উত্তরপ্রদেশে এই কাণ্ড ঘটনায় মাথা চাড়া দিচ্ছে বিতর্ক। প্রসঙ্গত, রাজস্থানে জমি বিবাদকে ঘিরে এক পুরোহিতকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। সঠিক বিচার না পেলে দাহ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল মৃতের পরিবার। ওই ঘটনার উত্তাল হয়েছে রাজস্থানের রাজনৈতিক মহল। সেই রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপ্রদেশে পুরোহিতকে লক্ষ্য করে চলল গুলি।

অন্যদিকে, উত্তরপ্রদেশের বাগপতে যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে এক সাধুর দেহ। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। ওই সাধুর পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement