৫০০ বছর পরে অযোধ্যায় ফিরেছেন রামলালা, আর এবারের দীপাবলিতে তাঁর উপস্থিতিতে অযোধ্যা শহর যেন নতুন রূপে উজ্জ্বল হয়ে উঠবে। দীপাবলির আগে জাতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে এই কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে ধনতেরসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, 'এবারের দীপাবলি আমাদের কাছে বিশেষ, কারণ রামলালা অযোধ্যার মন্দিরে ফিরে এসেছেন। তাঁর উপস্থিতিতে প্রথমবার অযোধ্যা দীপাবলি উদযাপন করবে, আর এমন একটি বিশেষ দীপাবলির সাক্ষী হওয়া আমাদের জন্য সৌভাগ্যের।'
গত জানুয়ারিতে অযোধ্যায় ঐতিহাসিক রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণতা পায় বহু বছরের প্রতীক্ষা। এবার সেই পুনঃপ্রতিষ্ঠিত রামমন্দিরে আলোর উৎসব পালন করতে প্রস্তুত গোটা অযোধ্যা। জানা গিয়েছে, শহরের বিভিন্ন স্থানে প্রায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। এই বিশেষ উদযাপনের জন্য বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাকে রামলালাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি তাকে বিশেষ পোশাকে আলোকিত করে তুলবেন।
অযোধ্যা ছাড়াও সারা দেশেই দীপাবলি উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের সব মানুষের জন্য ধনতেরস এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, 'এই দীপাবলি নতুন আশার, নতুন উদ্দীপনার, কারণ আমরা রামলালার ঘরে ফেরার সাক্ষী। তাঁর আগমনের আনন্দে দীপাবলির আলো আরও উজ্জ্বল হবে।'
এদিন প্রধানমন্ত্রী রোজগার মেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারও তুলে দেন। নিয়োগপত্র বিতরণের মাধ্যমে তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তিনি। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী প্রতি বছর এই রোজগার মেলা থেকে হাজার হাজার যুবক-যুবতীকে চাকরির সুযোগ প্রদান করেন। এবারও নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়ে প্রধানমন্ত্রী উৎসাহব্যঞ্জক বার্তা দেন, উৎসবের এই আবহে তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।