scorecardresearch
 

PM Narendra Modi: 'আমার তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে', গ্যারান্টি দিলেন মোদী

বুধবার সন্ধ্যায় প্রগতি ময়দানে কনভেনশন সেন্টার (IECC কমপ্লেক্স) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতি ময়দানের এই কনভেনশন সেন্টারের নাম দেওয়া হয়েছে 'ভারত মণ্ডপম' (Bharat Mandapam)।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • প্রগতি ময়দানে কনভেনশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এই কনভেনশন সেন্টারের নাম দেওয়া হয়েছে 'ভারত মণ্ডপম'

বুধবার সন্ধ্যায় প্রগতি ময়দানে কনভেনশন সেন্টার (IECC কমপ্লেক্স) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতি ময়দানের এই কনভেনশন সেন্টারের নাম দেওয়া হয়েছে 'ভারত মণ্ডপম' (Bharat Mandapam)। উদ্বোধনের সময়, প্রধানমন্ত্রী দেশবাসীকে গ্যারান্টি দিয়েছিলেন যে মোদী সরকারের তৃতীয় মেয়াদে (২০২৪ লোকসভা নির্বাচন) তিনি ভারতকে বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত করবেন। এই গ্যারান্টি দিয়ে মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ-র জয়ের ব্যাপারে আশাবাদী হওয়ার কথা তুলে ধরেন।

'ভারত মণ্ডপম'-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, 'টুকরো টুকরো কাজ করে কোনও সমাজ বা দেশ এগিয়ে যেতে পারে না। আমাদের সরকার অনেক এগিয়ে চিন্তা করে কাজ করছে। ভারত মণ্ডপম থেকে ভারতের ক্রমবর্ধমান মর্যাদা পুরো বিশ্ব দেখতে পাবে। আজ বিশ্ব স্বীকার করছে যে ভারত 'গণতন্ত্রের মা'। আজ যখন আমরা স্বাধীনতার ৭৫ বছরে 'অমৃত মহোৎসব' উদযাপন করছি, এই 'ভারত মণ্ডপম' আমাদের গণতন্ত্রকে ভারতীয়দের দেওয়া একটি সুন্দর উপহার। কয়েক সপ্তাহ পর, এখানে G20 সম্পর্কিত ইভেন্ট অনুষ্ঠিত হবে। গোটা বিশ্ব এই 'ভারত মণ্ডপম' থেকে ভারতের ক্রমবর্ধমান পদক্ষেপ এবং ভারতের ক্রমবর্ধমান মর্যাদা দেখতে পাবে।'

'নেতিবাচক চিন্তাবিদরা প্রচুর ঝড় তোলেন'

'ভারত মণ্ডপম' সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদেরও কড়া আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'নেতিবাচক চিন্তাবিদরা কি এই নির্মাণ বন্ধে কিছু চেষ্টা করেননি? অনেক ঝড় হচ্ছিল। আদালতে বিচার চেয়েছি, কিন্তু যেখানে সত্য আছে, সেখানে ঈশ্বরও আছেন। এখন এই সুন্দর ক্যাম্পাস আপনার চোখের সামনে উপস্থিত। 'কর্তব্যপথ' নিয়েও এই ধরনের আওয়াজ উঠেছিল। কিন্তু কর্তব্য যখন পথ হয়ে গেল, তখন সেই লোকেরাও বলতে শুরু করল, ভালো হয়েছে, দেশের গৌরব বাড়াতে যাচ্ছে।' মোদী আরও বলেন, 'ভারতের নতুন পার্লামেন্ট দেখে যার মাথা উঁচু হবে না এমন ভারতীয় কে? শিগগিরই দিল্লিতে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর 'যুগে যুগেন ভারত' তৈরি করা হবে।'

Advertisement

 দেশবাসীকে দেওয়া 'গ্যারান্টি'

তার ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'প্রথম মেয়াদের (মোদী সরকারের প্রথম মেয়াদ) শুরুর আগে ভারতের অর্থনীতি ছিল দশ নম্বরে। দ্বিতীয় মেয়াদে (২০১৯), ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। তৃতীয় মেয়াদে (২০২৪), শীর্ষ ৩-এ একটি নাম ভারতের হবে। তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে। এটাই মোদীর গ্যারান্টি।'

কোন দেশের অর্থনীতি কেমন, তা জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) দ্বারা পরিমাপ করা হয়। জিডিপি একটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব, বৃদ্ধির হার, বিভিন্ন খাতে উৎপাদনের মাত্রা এবং জনগণের অর্থনৈতিক অবস্থা কেমন তা দেখায়। অর্থনীতির কথা বললে, বর্তমানে আমেরিকা শীর্ষে, চিন দুই নম্বরে, জাপান তৃতীয় এবং জার্মানি চতুর্থ। এর পর পাঁচ নম্বরে রয়েছে ভারত।

Advertisement