scorecardresearch
 

ভবঘুরেদের Covid টিকা দেওয়া হোক, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

ভবঘুরেদের টিকাদানের (Covid Vaccination) উপর জোর দিল কেন্দ্র সরকার। রাজ্যগুলিকে সেই পরামর্শ দিয়ে চিঠিও পাঠানো হয়েছে।

Advertisement
ভবঘুরেদের টিকাদান ভবঘুরেদের টিকাদান
হাইলাইটস
  • ভবঘুরেদের টিকাদানের (Covid Vaccination) উপর জোর দিল কেন্দ্র সরকার
  • রাজ্যগুলিকে সেই পরামর্শ দিয়ে চিঠিও পাঠানো হয়েছে
  • দেশের টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ কোটিরও বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে

ভবঘুরেদের টিকাদানের (Covid Vaccination) উপর জোর দিল কেন্দ্র সরকার। রাজ্যগুলিকে সেই পরামর্শ দিয়ে চিঠিও পাঠানো হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নরেন্দ্র মোদী সরকারের নির্দেশ, যাঁরা ভবঘুরে তাঁদের টিকাদানের ব্যবস্থা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেই করতে হবে। 

দেশের টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ কোটিরও বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে। সেখানে প্রায় সব বয়সের মানু। টিকা পেয়েছেন। কিন্তু, অসহায় ও ভবঘুরেদের টিকাকরণ হয়নি। কারণ, তাঁরা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারেন না। সেইদিকে নজর রেখে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করা দরকার। 

আরও পড়ুন : ভাটপাড়ায় তৃণমূল যুব সভাপতিকে ব্যাপক মারধর, পিছনে কে ?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ চিঠিতে আরও জানিয়েছেন, গত মে মাসের ৬ তারিখে এই চিঠি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে দেওয়া হয়েছিল। 

প্রসঙ্গত, দেশে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনার মধ্যেই ভবঘুরেদের টিকাদান গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪৯।  আজ মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় ৪০ জন বেশি। শুক্রবারের হিসেবে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০। 

 

Advertisement