অকথা-কুকথার কাদা ছোড়াছুড়ি নয়, সরগরম ব্যাগ রাজনীতি। শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কার ব্যাগ-রাজনীতি সকলের নজর কেড়েছে। কংগ্রেসের দেখানো পথে এবার পাল্টা ব্যাগ-রাজনীতিতে নামল বিজেপিও। শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দিতে '১৯৮৪' লেখা ব্যাগ নিয়ে আসেন ওড়িশা বিজেপির সাংসদ অপরাজিতা সারঙ্গি। মনে করিয়ে দিলেন ১৯৮৪-র শিখ দাঙ্গার কথা। ব্যাগে লাল কালিতে লেখা '১৯৮৪' যেন প্রতীকী রক্ত!
প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগের রাজনীতি শুরু কোথা থেকে?
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গৌতম আদানির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। সেই সময় ১০ ডিসেম্বর প্রিয়াঙ্কা গান্ধী 'মোদী, আদানি ভাই-ভাই' লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে পৌঁছেন। সেই ব্যাগে মোদী-আদানির গলা জরাজুরি করা একটি ছবিও সাঁটানো হয়। শুধু প্রিয়াঙ্কা নয়, রাহুল গান্ধীকেও এই ব্যাগ কাঁধে দেখা যায়।
মঙ্গলবার বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের সমর্থনের ব্যাগ নিয়ে সংসদে আসেন কংগ্রেস নেত্রী। এই ব্যাগের গায়ে লেখা ছিল- 'বাংলাদেশের হিন্দু-খ্রিস্টানদের পাশে দাঁড়াও।' এর একদিন আগেই প্যালেস্তাইনের সমর্থনে ব্যাগ নিয়ে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা।
প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি দেখাতে প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগটি সংসদে নিয়ে গিয়েছিলেন। ব্যাগে তরমুজের মতো প্যালেস্তাইনের প্রতীকও ছিল, যা প্যালেস্তাইনের সংহতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। তরমুজ প্যালেস্তাইন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি কাটা তরমুজের ছবি এবং ইমোজি প্রায়শই প্যালেস্তাইনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর আগে মোদী-আদানি সংযোগের কথা তুলে ব্যাগ নিয়ে সংসদে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।