প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের পাল্টা সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর আগে সংসদের কার্যক্রম সম্পর্কে প্রিয়াঙ্কা বলেছিলেন, 'প্রধানমন্ত্রীর বক্তৃতায় একটিও নতুন কিছু ছিল না।' তাই তিনি বক্তৃতা শুনতে শুনতে ধৈর্য্য হারিয়ে ফেলেছিলেন বলে কটাক্ষ করেন। প্রিয়াঙ্কার এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করলেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, 'মনে হচ্ছে সংসদে বিনোদনের ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ভাই রাহুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।'
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি লিখেছেন, 'প্রিয়াঙ্কাজির এই কথাগুলো শুনে মনে হয়, সংসদে বিনোদনের ব্যাপারে তাঁর ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে!'
'প্রধানমন্ত্রী নতুন কিছু বলেননি'
পোস্টে, কেন্দ্রীয় মন্ত্রী প্রধান সংবাদ সংস্থার ভিডিও শেয়ার করেছেন। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। ভিডিওতে প্রিয়াঙ্কা বলেছেন, 'প্রধানমন্ত্রী নতুন কিছু বলেননি। সম্পূর্ণ উদাসীন। কয়েক দশক পর স্কুলে অঙ্কের ডবল পিরিয়ডে বসে থাকার মতো অনুভূতি হল।'
खाली पन्नों वाली संविधान बांटने वाले, देश के संविधान पर गंभीर चर्चा में भी मनोरंजन तलाश रहे हैं।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) December 15, 2024
...प्रियंका जी की ये बातें सुनकर लगता है मानो संसद में मनोरंजन के मामले में उनका competition अपने भाई से ही है ! https://t.co/brccdrihXF
অন্তত আদানি নিয়ে বিতর্ক হোক: প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, 'নাড্ডাজিও হাত ঘষছিলেন, তখন মোদিজি তাঁর দিকে তাকালেন এবং তিনি এমন অভিনয় করা শুরু করলেন, যেন সবাই শুনছে। অমিত শাহজির মাথা ঝুঁকে যাচ্ছিল। পীযূষ গোয়ালজিকেও দেখে মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে পড়বেন। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। ভেবেছিলাম প্রধানমন্ত্রী নতুন ও ভালো কিছু বলবেন। তাঁর ১১টি রেজুলেশনই ফাঁপা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলে অন্তত আদানি নিয়ে বিতর্ক করুন।'
k