scorecardresearch
 

Lonavala Flash Flood: লোনাভালা বাঁধে আচমকা হড়পা বান, প্রমোদভ্রমণে থাকা গোটা পরিবারের সলিল সমাধি

Lonavala Flash Flood: দুর্ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায় পুরো পরিবারটি জলের প্রবল স্রোতে ঘেরা। সেখানে উপস্থিত লোকজন তাদের সাহায্য করার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যায়, কেউ দড়ি ছুড়ে বাঁচানোর চেষ্টা করছেন, আবার কেউ সবাইকে একসঙ্গে বেঁধে থাকার পরামর্শ দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের সঙ্গেই তাঁরা ভেসে যেতে লাগলেন।

Advertisement
লোনাভালা বাঁধে আচমকা হড়পা বান, প্রমোদভ্রমণে থাকা গোটা পরিবারের সলিল সমাধি লোনাভালা বাঁধে আচমকা হড়পা বান, প্রমোদভ্রমণে থাকা গোটা পরিবারের সলিল সমাধি

Lonavala Flash Flood: পুনের লোনাভালায় এক ভয়াবহ দুর্ঘটনায় একটি পুরো পরিবার জলের প্রবল স্রোতে ভেসে গেছে। এই দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী এক মহিলা এবং ১৩ বছর এবং ৮ বছর বয়সী দুটি মেয়ে মারা গেছে। এখানে বাঁধের কাছে নদী থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া পানির প্রবল স্রোতে পরিবারসহ ভেসে যাওয়া দুই শিশুর খোঁজ চলছে। 

দুর্ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায় পুরো পরিবারটি জলের প্রবল স্রোতে ঘেরা। সেখানে উপস্থিত লোকজন তাদের সাহায্য করার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যায়, কেউ দড়ি ছুড়ে বাঁচানোর চেষ্টা করছেন, আবার কেউ সবাইকে একসঙ্গে বেঁধে থাকার পরামর্শ দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের সঙ্গেই তাঁরা ভেসে যেতে লাগলেন।

লোকজন দড়ি ছুড়ে বাঁচানোর চেষ্টা করে
দুর্ঘটনার বিষয়ে, স্থানীয় পুলিশ জানিয়েছে যে এটি আনসারি পরিবার, যারা বৃষ্টির দিন উপভোগ করতে এবং ভূষি বাঁধের কাছে জলপ্রপাত উপভোগ করতে এসেছিল। এ সময় আকস্মিক বন্যা দেখা দেয় এবং জলের প্রবল স্রোতের মাঝখানে আটকে যায় বলে জানা গিয়েছে। এ সময় উপস্থিত লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করেন। কেউ একটি দড়ি ছুঁড়ে ফেলেছে এবং কেউ পরামর্শ দিয়েছে যে তারা একে অপরকে স্কার্ফ দিয়ে বেঁধে রাখুন। 

দুর্ঘটনার পর তিনটি লাশ উদ্ধার করা হয়েছে
এরপর কিছুক্ষণের মধ্যে একে একে পরিবারের সদস্যরা পানিতে তলিয়ে যেতে থাকে। ঘটনাস্থলে চিৎকার শোনা যায়। ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের কারণে তারা সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একে একে জলে ভাসতে থাকে।

Advertisement

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার পর ৩৬ বছর বয়সী এক মহিলা, ১৩ বছর বয়সী এবং একটি ৮ বছর বয়সী শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর থেকে ৯ বছরের এক শিশু ও ৪ বছরের এক শিশুকে খোঁজা হচ্ছে।

 

Advertisement