Rajouri Encounter Update: জম্মুর রাজোরি জেলার বাজিমাল এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে। জঙ্গল ঘেরা এই এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলাকালীন দুই সেনাকর্তা এবং দুই জওয়ান নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
রাজোরি জেলার বাজিমাল এলাকার জঙ্গলে লুকিয়ে থাকা দুই জঙ্গিকে নির্মূল করার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করার পর এই অঞ্চলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে হতাহতদের মধ্যে ভারতীয় সেনার দুই ক্যাপ্টেন এবং দুই হাবিলদার পদের জওয়ান রয়েছেন। এছাড়াও, আরও অন্তত তিনজন সেনা জওয়ান জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন। আহত সেনা জওয়ানদের উধমপুরের সেনাবাহিনীর কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Four Army personnel including two officers & two jawans have lost their lives in an ongoing encounter with terrorists in Rajouri area of J&K: 16 Corps sources
— ANI (@ANI) November 22, 2023
Four Army personnel including two officers and two jawans have lost their lives in an ongoing encounter with terrorists… pic.twitter.com/pHRKshYtqz
সেনা সূত্রে খবর, রাজোরি জেলার বাজিমাল এলাকায় দু’জন সন্দেহভাজন বিদেশী নাগরিককে (ওই দুই জঙ্গি) রবিবার থেকে ঘুরে বেড়াতে দেখা যায়। জানা গিয়েছে, এই দুই সন্দেহভাজন স্থানীয় একটি উপাসনালয়ে আশ্রয় চেয়েছিল। এই খবর পৌঁছায় সেনার কাছে। তারপরই এই দুই সন্দেহভাজনের খোঁজে ওই এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।
এদিকে স্থানীয় বাসিন্দারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, জঙ্গিদের ধরতে রবিবার থেকে এই অঞ্চলে সেনা বাহিনীর কড়া তল্লাশি অভিযান চলছে। এই তল্লাশি অভিযানের কারণে, গ্রামবাসীদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। শিশুদেরও স্কুলে যেতে বারন করা হয়।
সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চের সীমান্তবর্তী জেলায় গত আঠারো মাসে জঙ্গি কার্যকলাপ বেড়েছে। উল্লেখযোগ্যভাবে, ১৭ নভেম্বর, রাজৌরির গুলার বেহরোতে এলাকায় সেনার এনকাউন্টারে একজন জঙ্গি খতম হয়েছিল। ওই ঘটনার ৫ দিনের মধ্যেই আজ ফের ব্যাপক গুলির লড়াই চলছে সেনা-জঙ্গিদের মধ্যে।