scorecardresearch
 

বেঙ্গালুরুতে টিকায়েতের মুখে কালি, প্রেস কনফারেন্সেই ব্যাপক মারপিট

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্থানীয় কৃষক নেতা কে চন্দ্রশেখরের (K Chandrasekhar) সমর্থকরা এই কালি ছোড়ার ঘটনার সঙ্গে যুক্ত। সম্প্রতি কে চন্দ্রশেখরের ওপরে একটি স্টিং অপরেশান চালায় স্থানীয় সংবাদ সংস্থা। সেই ভিডিওতে চন্দ্রশেখর বাস ধর্মঘটের পরিবর্তে টাকার দাবি করেছিলেন। শুধু তাই নয়, রাকেশ টিকায়েত সহ অন্যান্য কৃষক নেতাদের কথাও উল্লেখ করেছিলেন চন্দ্রশেখর। 

Advertisement
রাকেশ টিকাইতের ওপরে হামলা রাকেশ টিকাইতের ওপরে হামলা
হাইলাইটস
  • আক্রান্ত রাকেশ টিকায়েত
  • কৃষক নেতার ওপর ছোড়া হল কালি
  • সংঘর্ষ , চেয়ার ছোড়াছুড়ি

কর্ণাটকে কৃষক নেতা রাকেশ টিকাইতের (Rakesh Tikait) ওপরে হামলা। ঘটনায় ওই কৃষক নেতার নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অভিযোগ, সোমবার বেঙ্গালুরুতে রাকেশ টিকায়েতের ওপর হামলা চালিয়েছে বেশ কয়েকজন। প্রথমে মাইক নিয়ে হামলা চালানো হয়। তারপর তাঁর গায়ে ছুড়ে মারা হয় কালি। টিকাইতের ওপর যাঁরা হামলা চালিয়েছে তারা স্থানীয় কৃষক নেতা কে চন্দ্রশেখরের সমর্থক বলে মনে করা হচ্ছে। এরপর হামলাকারীকে ধরে ফেলেন রাকেশ টিকায়েতের সমর্থকরের। ঘটনাস্থলে চেয়ার ছোঁড়াছুঁড়ি হয় বলেও জানা যাচ্ছে। 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্থানীয় কৃষক নেতা কে চন্দ্রশেখরের (K Chandrasekhar) সমর্থকরা এই কালি ছোড়ার ঘটনার সঙ্গে যুক্ত। সম্প্রতি কে চন্দ্রশেখরের ওপরে একটি স্টিং অপরেশান চালায় স্থানীয় সংবাদ সংস্থা। সেই ভিডিওতে চন্দ্রশেখর বাস ধর্মঘটের পরিবর্তে টাকার দাবি করেছিলেন। শুধু তাই নয়, রাকেশ টিকায়েত সহ অন্যান্য কৃষক নেতাদের কথাও উল্লেখ করেছিলেন চন্দ্রশেখর। 

এদিকে বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাকেশ টিকায়েত বলেন, কে চন্দ্রশেখরের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি আরও বলেন, চন্দ্রশেখর একজন প্রতারক। এরপরেই রাকেশ টিকায়েতের গায়ে কালি ছুড়ে মারে চন্দ্রশেখরের এক সমর্থক। 

ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত রাকেশ টিকায়েতের সমর্থকেরাও। যে কালি ছুড়েছিল তাকে ধরে ফেলা হয়। এরপর চন্দ্রশেখরের সমর্থক এবং রাকেশ টিকায়েতের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এই ঘটনায় কর্ণাটক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাকেশ টিকায়েত।

আরও পড়ুন রোজ মদ খেয়েও ১১৩ বছর বেঁচে ইনি, গিনেস বুকে নাম, সিক্রেট কী?


 

Advertisement

Advertisement