scorecardresearch
 

Ratan Tata: রতন টাটা ICU-তে ভর্তি, কেমন আছেন? নিজেই জানালেন

টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আজ, সোমবার একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু পরে রতন টাটা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, খবরটি ভুয়ো। তিনি রুটিন চেকআপের জন্য . হাসপাতালে গিয়েছিলেন। তাঁর পরিস্থিতি আশঙ্কজনক কিছু নয়। ভুল খবর ছড়ানোর বিষয়টিতে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। 

Advertisement
রতন টাটা।-ফাইল ছবি রতন টাটা।-ফাইল ছবি
হাইলাইটস
  • টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
  • আজ, সোমবার একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু পরে রতন টাটা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, খবরটি ভুয়ো।

টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আজ, সোমবার একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু পরে রতন টাটা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, খবরটি ভুয়ো। তিনি রুটিন চেকআপের জন্য . হাসপাতালে গিয়েছিলেন। তাঁর পরিস্থিতি আশঙ্কজনক কিছু নয়। ভুল খবর ছড়ানোর বিষয়টিতে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। 

এদিন কিছু সংবাদমাধ্যমে খবর করা হয়েছে যে, হাসপাতালে ভর্তি রতন টাটা। রবিবার মাঝ রাতে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ শিল্পপতিকে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালে আনা হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানকে। তাঁর রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়েছিল। প্রবীণ শিল্পপতীর অবস্থা সংকটজনক। 

বয়স ৮৪ পেরিয়ে গেলেও নিয়মিত বিভিন্ন স্টার্টআপ সংস্থায় টাকা ঢালেন রতন টাটা। সম্প্রতি প্রবীণ নাগরিকদের সঙ্গ দেওয়ার একটি স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করলেন তিনি। জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে ‘সেবা রত্ন’ পুরস্কার দিয়েছে ‘সেবা ভারতী’।

আরও পড়ুন

এবছরেই মার্চ মাসে ভারতের অন্যতম বড় পশু চিকিৎসা হাসপাতাল চালু করেছেন শিল্পপতি রতন টাটা। মুম্বইতে অত্যাধুনিক সুবিধা-সহ পশু চিকিৎসা হাসপাতাল নির্মাণ করা নিয়ে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে ৮৬ বছর বয়সে।  হাসপাতালের নাম টাটা ট্রাস্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল। সেখানেই ভর্তি করেছিলেন বিরল রোগে আক্রান্ত ৭ মাসের একটি কুকুরছানাকে। সেই কুকুরছানাটির জন্য রক্ত চেয়ে সমাজমাধ্যমে আবেদনও করেছিলেন। 

 

TAGS:
Advertisement