scorecardresearch
 

Ratan Tata Passed Away: রতন হারাল দেশ, অতীতচারণায় প্রধানমন্ত্রী, শোকপ্রকাশ মমতার

প্রয়াত শিল্পপতি রতন টাটা। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের শিল্পমহলে। দেশ হারাল 'রতন'কে।

Advertisement
রতন টাটা রতন টাটা
হাইলাইটস
  • প্রয়াত রতন টাটা।
  • মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

প্রয়াত শিল্পপতি রতন টাটা। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের শিল্পমহলে। দেশ হারাল 'রতন'কে।

গুগলের সিইও সুন্দর পিচাই এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'গুগলে রতন টাটার সঙ্গে আমার শেষ বৈঠকে আমরা ওয়েমো-র অগ্রগতি নিয়ে কথা বলেছিলাম। এ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণা দিয়েছিল। তিনি দুর্দন্ত ব্যবসা এবং জনহিতের উত্তরাধিকার রেখে গিয়েছেন। ভারতে আধুনিক ব্যবসায় নেতৃত্ব দিয়েছিলেন। ভারতকে আরও উন্নত করতে চেয়েছিলেন। তাঁর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই'।

সুন্দর পিচাইয়ের শোকজ্ঞাপন
সুন্দর পিচাইয়ের শোকজ্ঞাপন

তাঁর মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,'রতন টাটা ছিলেন দূরদর্শী শিল্পপতি। দারুণ মনের মানুষ। দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী শিল্পসংস্থায় স্থিতিশীল নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অবদান ছিল বোর্ডরুমের বাইরে। সমাজের জন্য কাজ করতে বদ্ধপরিকর ছিলেন'।

রতন টাটার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,' রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর মৃত্যুতে ভারতীয় শিল্প ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি'।

Advertisement