আজ সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি শুরু হবে দুপুর ২টোয়। এর আগে শেষ শুনানি হয়েছিল ১৭ সেপ্টেম্বর। আজ সুপ্রিম কোর্টে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কিত রিপোর্ট জমা দিচ্ছে সিবিআই। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি, তাঁদের দাবি মানা না হলে সার্বিক ভাবে কর্মবিরতি শুরু করবেন।
কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তখন রাজ্যের আইনজীবী জানান, পাঁচ জনকে ইতিমধ্যে নিলম্বিত করা হয়েছে। কোন পাঁচ জনকে নিলম্বিত করা হয়েছে, সেই নামের তালিকাও জানতে চান প্রধান বিচারপতি।
সিবিআই-এর স্টেটাস রিপোর্টে খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি উল্লেখ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। সিবিআই তদন্ত চলুক। খুন এবং ধর্ষণের ঘটনা এবং আর্থিক দুর্নীতি দু’টি বিষয়েই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির: সিসিটিভি, সিকিউরিটি, বায়োমেট্রিকের ব্যবস্থা কতদূর?
রাজ্যের আইনজীবী জানালেন: কাজ এগোচ্ছে। সিসিটিভি মোট ৬,১৭৮টি সিসিটিভির মধ্যে ২৬% বসানো হয়েছে। বাকি ১০ অক্টোবরের মধ্যে হয়ে যাবে। টেন্ডার, কাজের প্রক্রিয়া বন্যা পরিস্থিতি, তহবিলের জন্য বিলম্বিত হচ্ছে।
প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে আইনজীবী জানালেন, 'চশমা পরে ছিলেন না, চশমা পাশে ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে।'
সিবিআই-এর স্টেটাস রিপোর্টে খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি উল্লেখ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। সিবিআই তদন্ত চলুক। খুন এবং ধর্ষণের ঘটনা এবং আর্থিক দুর্নীতি দু’টি বিষয়েই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। রিপোর্ট বলছে, নির্যাতিতা চশমা এবং চুরি পরেছিলেন, সেই কারণেই ক্ষত অনেক বেশি হয়েছে। একজন যখন ঘুমিয়ে ছিলেন তখন কীভাবে এটা সম্ভব? মৃতদেহ চশমা পরা অবস্থায় পাওয়া গেল কী করে, প্রশ্ন করলেন প্রধান বিচারপতি।
নির্যাতিতার পরিবারের চিঠি আদালতে জমা দিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং। পাশাপাশি তিনি জানালেন, অনেক মাধ্যমে এখনও নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বন্ধ করার জন্য নোডাল অফিসার নিয়োগ করা ও ই মেইল আইডি চালু করা আর্জি জানালেন ইন্দিরা।
রাজ্য সরকারের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের সঙ্গে যোগাযোগ করা উচিত, যাতে সমস্ত জায়গা থেকে নাম-ছবি সরানো হয়- প্রধান বিচারপতি। শুধু উইকিপিডিয়া নয়, কোনও মাধ্যমেই আরজি করের নির্যাতিতার নাম, ছবি, কোনও ভিডিও ব্যবহার করা যাবে না।
রাজন্যা-প্রান্তিকের শর্ট ফিল্ম নিয়ে প্রশ্ন তুললেন বৃন্দা গ্রোভার। তিনি বললেন, ‘একটি ছবি প্রকাশ হওয়ার কথা ইউটিউবে। স্পর্শকাতর বিষয়, মামলা প্রাথমিক পর্যায়ে, এই অবস্থায় কি ছবি প্রকাশ হওয়া উচিত?’
সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার শুনানি। আজ মামলার চতুর্থ শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নেবেন। নজর থাকবে চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনা।
সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে আর জি কর মামলার শুনানি। নীচে সরাসরি দেখুন সুপ্রিম কোর্টের শুনানি।
আর ৫ মিনিট পরেই আরজি কর মামলার শুনানি শুরু হবে। আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার চতুর্থ শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে। শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নেবেন। নজর থাকবে চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনা। জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রিপোর্ট দেবে রাজ্য। ফের স্টেটাস রিপোর্ট জমা দিতে পারে সিবিআই।
অন্য বেশ কয়েকটি মামলার জন্য সোমবার পিছিয়ে যায় আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ বসার পর অন্য কিছু মামলার শুনানি শুরু হয়। তবে যেকোনও সময় আরজি কর মামলার শুনানি শুরু হতে পারে
আরজি কর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়েছিল সিবিআই। এর আগের শুনানিতে শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষকে হেফাজতে চায়নি সিবিআই। ফলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সন্দীপ ঘোষ। আজ সিবিআই নিজেদের হেফাজতে চায়। কিন্তু সাড়া দিল না আদালত। আদালত জানিয়ে দিল, আপনারা জেলে গিয়ে আগে জেরা করুন। যদি মনে করেন, অভিযুক্ত সহযোগিতা করছে না, তখন ভেবে দেখা যাবে।
রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী কপিল সিব্বল ও মেনকা গুরুস্বামী।
সিবিআইয়ের হয়ে আদালতে লড়বেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
নির্যাতিতার পরিবারের হয়ে থাকবেন আইনজীবী বৃন্দা গ্রোভার ও শামিম আহমেদ।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়বেন আইনজীবী ইন্দিরা জয়সিং।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়বেন আইনজীবী করুণা নন্দী ও সব্যসাচী চট্টোপাধ্যায়।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং।
দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের হয়ে রয়েছেন আইনজীবী বিজয় হংসরিয়া।
কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসাবে থাকছেন সিদ্ধার্থ লুথরা ও বাঁশুরি স্বরাজ।
অপর জনস্বার্থ মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের হয়ে সওয়াল করবেন আইনজীবী ফিরোজ এডুলজি।
তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান’! যাদবপুর থেকে যে মিছিল বেরিয়েছিল,সেই মিছিলে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাতে এই স্লোগান ঘিরে এখন চরম বিতর্ক। প্রশ্ন উঠছে, তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে কেন এই ধরনের স্লোগান? আর তা নিয়েই তোপ দেগেছেন তৃণমূল-বিজেপি।
আজ সুপ্রিম কোর্টের শুনানির পর সার্বিক ভাবে কর্মবিরতি শুরু হয়ে যাবে। হুঁশিয়ারি দিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
আর একটু পরেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বসেছে।
সোমবার দুপুর ২টোয় আরজি কর মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।
ওই ঘটনার তদন্ত কতদূর এগোল সোমবার তা নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে পারে সিবিআই।
গত ১৭ সেপ্টেম্বর শেষ বার আরজি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন ছিল ২৭ তারিখ। ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়।