একের পর এক কড়া ভাষায় চিনকে আক্রমণ করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক বা RSS প্রধান মোহন ভাগবত। করোনা সংক্রমণ থেকে শুরু করে সীমান্ত সমস্যা, প্রায় প্রতিটি বিষয়েই চিনের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারেরও প্রশংসা শোনা গেল তাঁর গলায়।
চিনকে আক্রমণ ভাগবতের
বিজয়া দশমী ও আরএসএস-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন আরএসএস প্রধান মোহত ভাগবত। সেইসঙ্গে তিনি চিনের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ভাগবত বলেন, "করোনা মহামারীতে চিনের ভূমিকা সন্দেহজনক। কিন্তু এই মহামারীতে চিনে নিজের আর্থিক ও সামরিক শক্তির ব্যবহার করে যে ভাবে সীমান্ত দখলের চেষ্টা করেছে, তাতে গোটা বিশ্বে ওদের আসল রূপ ফুটে উঠেছে।"
ভাগবতের কথায়, "ভারত সরকার, সেনা ও জনতা সবাই এই আক্রমণের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এতে চিন বড় ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে আমাদের আরও সজাগ থাকতে হবে।"
চিনকে উদ্দেশ্য করে তিনি আও বলেন, "আমরা শান্ত, কিন্তু এর মানে এই নয় যে আমরা দুর্বল। চিন এতদিনে সেটা উপলব্ধি করতে পেরেছে। আমাদের সবাইকে সাবধান থেকে এই সব সমস্যার দিকে নজর রাখতে হবে।"
সেনার প্রশংসা
সেনার প্রশংসা করে ভাগবত বলেন, "আমাদের সেনাবাহিনী সীমান্তে অদম্য সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে। আমরা সবার কাছে বন্ধুত্ব চাই, এটা আমাদের স্বভাব। কিন্তু আমাদের এই মনোভাবকে দুর্বল ভেবে কেউ কোনও ক্ষতি করতে পারবে না। এত দিনে সেটা হয়তো বুঝে গিয়েছে।" সেইসঙ্গে তিনি বলেন," আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক আরও বাড়াতে হবে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ব্রক্ষ্মদেশ (মায়নামার)-এর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো পর্যায়ের নিয়ে যাওয়া প্রয়োজন।"
চলতি বছরের জুন মাসে লাদাখের গালওয়ানের ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষে শহিন হন ভারতের ২০ জওয়ান। সেই সংঘর্ষে চিনের তরফেও প্রচুর সেনা হতাহত হয়েছিলেন। চিনের তরফেও একাধিক চাপ এসেছে। কিন্তু ভারতীয় সেনা সীমান্তে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছে। এর বাইরে দুই দেশের সেনার কম্যান্ডার স্তরেও আলোচনা চলছে উত্তেজনা কমানোর জন্য।