scorecardresearch
 

Jagdeep Dhankhar: 'ছেলের মৃত্যুর চেয়েও বেশি দুঃখ... পদত্যাগের কথা ভেবেছি', কংগ্রেস নেতাদের 'আচরণে' ক্ষুব্ধ ধনখড়

ছোট ছেলের মৃত্যুর চেয়ে বেশি দুঃখ পেয়েছি। জয়রাম রমেশের উদ্দেশে এমনটাই বললেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কংগ্রেস সাংসদ ও জয়রাম রমেশের 'আচরণে' তিনি ব্যথিত হয়েছেন বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান।

Advertisement
ছবি: রাজ্যসভা টিভি ছবি: রাজ্যসভা টিভি
হাইলাইটস
  • ছোট ছেলের মৃত্যুর চেয়ে বেশি দুঃখ পেয়েছি। জয়রাম রমেশের উদ্দেশে এমনটাই বললেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
  • কংগ্রেস সাংসদ ও জয়রাম রমেশের 'আচরণে' তিনি ব্যথিত হয়েছেন বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান। 
  • সংসদে বাজেট অধিবেশনের শেষদিনে কংগ্রেস সাংসদ ও জগদীপ ধনখড়ের মধ্যে তুমুল হই-হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।

ছোট ছেলের মৃত্যুর চেয়ে বেশি দুঃখ পেয়েছি। জয়রাম রমেশের উদ্দেশে এমনটাই বললেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কংগ্রেস সাংসদ ও জয়রাম রমেশের 'আচরণে' তিনি ব্যথিত হয়েছেন বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান। 

সংসদে বাজেট অধিবেশনের শেষদিনে কংগ্রেস সাংসদ ও জগদীপ ধনখড়ের মধ্যে তুমুল হই-হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। এর সূত্রপাত জয়ন্ত চৌধুরিকে কেন্দ্র করে। জয়ন্ত চৌধুরির দল RLD ইন্ডিয়া জোটের সদস্য। এদিকে জল্পনা ছড়িয়েছে যে, শীঘ্রই RLD ইন্ডিয়া জোট ছেড়ে NDA-তে যোগ দিতে পারে। এরই মধ্যে শনিবার তাঁর ঠাকুর্দা চৌধুরি চরণ সিং-কে ভারতরত্ন প্রদানের জন্য জয়ন্ত চৌধুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএ সরকারকে ধন্যবাদ জানান। 

জয়ন্ত বলতে শুরু করতেই আওয়াজ তুলতে শুরু করেন কংগ্রেস সাংসদরা। দলের সদস্যদেন নিয়ন্ত্রণ করার অনুরোধ করেন জগদীপ ধনখড়।

আরও পড়ুন

এরপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলতে ওঠেন। তখন তিনি প্রশ্ন তোলেন, 'আমরা যখনই কোনও বিষয় নিয়ে বলতে চাই, তখন আপনি পাল্টা জানতে চান যে আমাদের কোন নিয়মে বলার অনুমতি দেওয়া হবে। তাহলে জয়ন্ত চৌধুরিকেই বা কোন নিয়মে বলতে দেওয়া হল?'

তিনি আরও বলেন, 'একদিকে আপনি আইনের কথা বলেন, অন্যদিকে যা খুশি করার অনুমতি দেন, যে কাউকে বলার অনুমতি দেন। আপনার (জগদীপ ধনখড়) বিচক্ষণতা রয়েছে। সেটা বুদ্ধিমানের মতো ব্যবহার করা উচিত, আপনার খেয়াল-খুশি মতো নয়।'

এরপরেই মেজাজ হারান জগদীপ ধনখড়। তিনি বলেন, 'আপনাদের সদস্যরা চৌধুরি চরণ সিংকে ভারতরত্ন দেওয়া নিয়ে আলোচনার সময়ে যে আচরণটা করলেন, তাই নিয়ে আমি আর শব্দও ব্যয় করতে চাই না।'

এরপর খাড়গে বলেন, 'যদি হাউজের আলোচনার সূচিতে এর উল্লেখ করা হত, তাহলে প্রত্যেকে এতে অংশ নিতেন। আপনি যদি চান সকলে নিয়ম মানুক, তবে আপনারও নিয়ম মানা উচিত।'

Advertisement

এর উত্তরে ধনখড় পাল্টা বলেন, 'আমি কৃষক পরিবার থেকে উঠে এসেছি, তার মানে এই নয় যে আমি দুর্বল চেয়ারম্যান। আপনার যা মনে আসছে বলছেন। এই ধরনের ভাষা আপনি আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারেন না... খুবই দুঃখ পেলাম।'

এই ঘটনার প্রতিক্রিয়া জগদীপ ধনখড় জানিয়েছেন, 'আমি (কংগ্রেস নেতাদের) এই আচরণ আশা করিনি, এটা লজ্জাজনক এবং দুঃখজনক। এটা আমাদের পদমর্যাদার বিরোধী। আপনাদের আচরণ এতটাই নিম্নমানের ছিল যে আমি বিব্রত বোধ করছিলাম। আমার মাথায় অনেক চিন্তাই এসেছিল। এমনকি আমি পোস্ট ছাড়ার কথাও ভেবেছিলাম। কৃষকের ছেলে হয়ে অনেক কঠিন সময় দেখেছি। আমি আমার ছোট ছেলেকে হারিয়েছি। কিন্তু আজকের যন্ত্রণা তার চেয়ে অনেক বেশি ছিল। আমি শুনেছি জয়রাম রমেশ জয়ন্তকে কী বলেছেন... আপনি (রমেশ) এমন মানুষ যিনি শ্মশানেও রাজনীতি করতে পারেন। এই অসদাচরণের জন্য আপনি (রমেশ) এই হাউসের অংশ হওয়ার যোগ্য নন।। এভাবে অবমাননা করা যাবে না। নেতাদের সম্মান করার ক্ষেত্রে আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত। এই জিনিসটা খালি হাউসেই সীমাবদ্ধ থাকবে না, এর বাইরে কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। এটা হওয়া উচিত নয়।'

Advertisement