শনিবার 'সাহিত্য আজতক'-এর মঞ্চে পা রাখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ বছরের 'আজাতক সাহিত্য জাগৃতি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে গীতিকার গুলজারকে। রাজধানীর মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে চলছে দেশের সেরা সংবাদ চ্যানেল 'আজতক'-এর ৩ দিনব্যাপী অনুষ্ঠান 'সাহিত্য আজতক'।
অনুষ্ঠানে 'আজতক সাহিত্য জাগৃতি সম্মান' প্রদান করা হয়। তাঁদের সম্মানিত করেন রাষ্ট্রপতি। আজতক সাহিত্য জাগৃতি উদীয়মান লেখক পুরস্কার সিনিওয়ালীকে দেওয়া হয়েছে। অমরেশ দ্বিবেদী পেয়েছেন আজতক সাহিত্য জাগৃতি উদীয়মান লেখক পুরস্কার। আজতক সাহিত্য জাগৃতি ভারতীয় ভাষা প্রতিভা পুরস্কার পেয়েছেন ভারত খেনী। আজতক সাহিত্য জাগৃতি জনপ্রিয় লেখক সম্মানে ভূষিত হলেন যতীন্দ্র মিশ্র। আজতক সাহিত্য জাগৃতি ভারতীয় ভাষা পুরস্কার ২০২৪ পেলেন প্রদীপ। আজতক সাহিত্য জাগৃতি সেরা রচনা পুরস্কার ২০২৪ পেলেন শিবমূর্তি।
'জাগৃতি ভারতীয় ভাষা সম্মান'-এর বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয় ১ লক্ষ টাকা, স্মারক ও শংসাপত্র। 'আজতক সাহিত্য জাগৃতি উদ্যোক্তা প্রতিভা সম্মান' বিজয়ীকে ৫০ হাজার টাকা, স্মারক দেওয়া হয়।
এই অনুষ্ঠানে গীতিকার গুলজার রাষ্ট্রপতিকে সাহিত্যিকদের সঙ্গে আরও যোগাযোগ বজায় রাখার অনুরোধ জানান। রাষ্ট্রপতি মুর্মু জানান, তিনি সাহিত্যিক-সহ সকলের সঙ্গে দেখা করেন।