scorecardresearch
 

Bihar Sita Mandir: রামের পর এবার সীতার জন্মভূমিতে বিশাল মন্দির, ৭২ কোটি টাকা অনুমোদন

একদিকে বিশ্ব দেখছে অযোধ্যায় শ্রী রামের জন্মভূমি। অযোধ্যার পর এবার সীতার জন্মভূমিতেও তৈরি হচ্ছে অভূতপূর্ব মন্দির। জোরকদমে চলছে প্রস্তুতি। জানকীর জন্মস্থান বিহারের সীতামাড়িতে অবস্থিত। এখানে পনৌড়া ধাম জানকী দেবী মন্দিরটি আগে থেকেই উন্নয়নের প্রকল্পে অনুমোদিত হয়েছে।

Advertisement
সীতার জন্মভূমিতেও তৈরি হচ্ছে বিশাল মন্দির সীতার জন্মভূমিতেও তৈরি হচ্ছে বিশাল মন্দির
হাইলাইটস
  • একদিকে বিশ্ব দেখছে অযোধ্যায় শ্রী রামের জন্মভূমি
  • অযোধ্যার পর এবার সীতার জন্মভূমিতেও তৈরি হচ্ছে অভূতপূর্ব মন্দির
  • জোরকদমে চলছে প্রস্তুতি

Bihar Sita Mandir: একদিকে বিশ্ব দেখছে অযোধ্যায় শ্রী রামের জন্মভূমি। অযোধ্যার পর এবার সীতার জন্মভূমিতেও তৈরি হচ্ছে অভূতপূর্ব মন্দির। জোরকদমে চলছে প্রস্তুতি। জানকীর জন্মস্থান বিহারের সীতামাঢ়িতে অবস্থিত। এখানে পনৌড়া ধাম জানকী দেবী মন্দিরটি আগে থেকেই উন্নয়নের প্রকল্পে অনুমোদিত হয়েছে।

রাজ্যের পর্যটন দফতর মন্ত্রিসভাতে প্রস্তাব দেয়। বৈঠক সম্পর্কে বলতে গিয়ে, বিহারের মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত মুখ্যসচিব এস সিদ্ধার্থ বলেছেন, "মন্ত্রিসভা সীতামাড়ি জেলার পনৌড়া ধাম জানকী মন্দিরের উন্নয়নের জন্য ৭২.৪৭ কোটি টাকা অনুমোদন করেছে, যা প্রতি বছর প্রচুর সংখ্যক দেশি ও বিদেশী তীর্থযাত্রীদের আকর্ষণ করে।"

সীতামাড়িতে সরকার কী নির্মাণ করবে?
এই প্রকল্পের অধীনে নীতীশ সরকার সীতামাড়ি জেলায় 'সীতা-বাটিকা', 'লাভ-কুশ বাটিকা' তৈরি করবে। এ ছাড়া 'পরিক্রমা' পথ নির্মাণ করবে। ডিসপ্লে কিয়স্ক, ক্যাফেটেরিয়া, শিশুদের খেলার জায়গা থাকবে। মন্ত্রিপরিষদ সচিবের মতে, এখানে আসা সমস্ত সংযুক্ত সড়ক সংযুক্ত করা হবে এবং এই তীর্থস্থানটিকেও যত তাড়াতাড়ি সম্ভব উন্নত করা হবে।

আরও পড়ুন

লাখ লাখ ভক্ত গয়াজিতে পৌঁছন
এ ছাড়া জায়গাটির চারপাশে থিম্যাটিক গেট ও পার্কিং এরিয়াও তৈরি করা হবে বলে জানান তিনি। এছাড়াও, মন্ত্রিসভা গয়াজি ধামে তীর্থযাত্রীদের জন্য একটি ধর্মশালা নির্মাণের জন্য ১২০.১৫ কোটি টাকার বাজেটও অনুমোদন করেছে।

গয়াজিতে ধর্মশালা তৈরি করবে সরকার
প্রতি বছর গয়ার বিষ্ণুপদ মন্দিরে পিতৃপক্ষ মেলার আয়োজন করা হয়। উপচে পরে ভিড়। বিষ্ণুপদ মন্দিরে লক্ষ লক্ষ মানুষ পিন্ডদান অনুষ্ঠান করতে আসেন। এই বিবেচনায় সরকার ১০০০ বেডের ধর্মশালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement