scorecardresearch
 

নজির! সমকামী আইনজীবী হতে চলেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি, সুপারিশ সুপ্রিম কোর্টের

দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সৌরভ কিরপাল। জেনেভায় জাতিসংঘের সঙ্গে কিছুদিন কাজ করার পর দু দশকেরও বেশি সময় ধরে ভারতের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তিনি।  

Advertisement
সৌরভ কিরপাল (ছবি সূত্র-ট্যুইটার) সৌরভ কিরপাল (ছবি সূত্র-ট্যুইটার)
হাইলাইটস
  • সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • বিচারপতি হিসেবে সৌরভ কিরপালের নাম সুপারিশ
  • সৌরভ কিরপাল একজন সমকামী অইনজীবী

আইনজীবী সৌরভ কিরপালকে (Saurabh Kirpal) দিল্লি হাইকোর্টের বিচারপতি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের (SC) কলেজিয়াম। এই পদক্ষেপ ঐতিহাসিক, কারণ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচার বিভাগের এক সমকামী সদস্যকে বিচারপতি করার সুপারিশ করে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মনে করছেন আইনজ্ঞমহল। যদি কিরপাল ওই পদে নিযুক্ত হন তাহলে তিনিই হবেন দেশের প্রথম প্রকাশ্য সমকামী বিচারক। 

সুপ্রিম কোর্টের জারি করা এক বিবৃতিতে জানান হয়েছে, গত ১১ নভেম্বর কলেজিমায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সুপারিশের প্রেক্ষিতে প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, "সৌরভ কিরপাল, যিনি দেশের প্রথম সমকামী বিচারপতি হতে চলেছেন তাঁকে অভিনন্দন।"

এর আগে এই বছরেরই মার্চ মাসে প্রধান বিচারপতি এসএ বোবদে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে সৌরভ কিরপালকে উন্নীত করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন। 

প্রসঙ্গত, দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সৌরভ কিরপাল। জেনেভায় জাতিসংঘের সঙ্গে কিছুদিন কাজ করার পর দু দশকেরও বেশি সময় ধরে ভারতের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তিনি।   
 

Advertisement