scorecardresearch
 

SC On Divorce: ডিভোর্স পেতে ৬ মাস অপেক্ষার দরকার নেই, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

দেশের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানাল, পরিস্থিতি বিচার করে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ মেনে বিবাহবিচ্ছেদে দ্রুত সায় দিতে পারে আদালত।

Advertisement
Supreme Court On Divorce Supreme Court On Divorce

হিন্দু বিবাহ আইনে বিবাহ বিচ্ছেদের আবেদনের পর থেকে ৬ মাস অপেক্ষা করতে হয়। যে বিবাহ আর বাঁচানো সম্ভব নয়, সেক্ষেত্রে ওই সময়সীমা মানার দরকার নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানাল, পরিস্থিতি বিচার করে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ মেনে বিবাহবিচ্ছেদে দ্রুত সায় দিতে পারে আদালত।

সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষান কউল, সঞ্জীব খন্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জেকে মাহেশ্বরীর পাঁচ সদস্যের বেঞ্চ জানায়,বৈবাহিক সম্পর্ক সম্পর্ক কোনওভাবে জোড়া লাগানো না গেলে আদালত বিচ্ছেদের অনুমতি দিতে পারে। যা আদালত বলছে, বিচ্ছেদ অবশ্যম্ভাবী Irretrievable Breakdown)। বিবাহবিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব, সম্পত্তির ভাগ নিয়ে আদালতই ঠিক করবে বিবাহবিচ্ছেদের আবেদন কতটা দ্রুত মীমাংসা করা যাবে। 

আরও পড়ুন- ICICI, HDFC, Axis না SBI? কাদের FD-তে বেশি সুদ

হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুসারে দুপক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলে ৬ মাস অপেক্ষা করতে লাগে। তার পর মেলে মঞ্জুরি। এতদিন ওই সময়সীমা মানতে হত দুপক্ষকেই। এবার আর তা মানার প্রয়োজন নেই। আদালতের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল,সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারাধীন বিষয়ের আইনি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রায় দিতে পারে। 

Advertisement