হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল। শুক্রবার সকাল থেকে সেখানে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নানা ভিডিও চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা Ripple Labs-এর ক্রিপ্টোকারেন্সি প্রচারের বিভিন্ন ভিডিও চলছে সুপ্রিম কোর্টের হ্যাক হয়ে যাওয়া চ্যানেলে। হ্যাক হওয়া চ্যানেলে 'Brad Garlinghouse: Ripple Responds To The SEC's $2 Billion Fine! XRP PRICE PREDICTION' টাইটেল দিয়ে একটা ভিডিও সম্প্রচার হচ্ছে।
উল্লেখ্য, শীর্ষ আদালত জনস্বার্থ এবং সংবিধান বেঞ্চের মামলাগুলির শুনানি সরাসরি সম্প্রচারের জন্য এই ইউটিউব চ্যানেল ব্যবহার করে। ২০১৮ সালের একটি যুগান্তকারী রায়ের পর, তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আদালতের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় থেকেই সকল সংবিধান বেঞ্চের শুনানি ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
শুক্রবার সকালেই দেখা যায়, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে। সেখানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ভিডিও সম্প্রচার শুরু হয়ে যায়। Ripple Labs-এর তৈরি ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিডিওটি চলছে। সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে এমন ভিডিও দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। এতে শীর্ষ আদালতের আধিকারিকরাও চিন্তিত।
Ripple Labs মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। এই সংস্থা XRP নামের এই ক্রিপ্টোকারেন্সি তৈরি করেছে। হ্যাক হওয়া ভিডিওতে এই ক্রিপ্টোকারেন্সির দামের ভবিষ্যদ্বাণী এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) বিরুদ্ধে একটি মামলার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করা হয়েছে।
আরজি কর মামলার সম্প্রচারও হচ্ছিল
উল্লেখ্য আরজি কর মামলারও শুনানির লাইভ সম্প্রচার করা হচ্ছিল এই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে।
এই হ্যাকিংয়ের ঘটনার পরেই আরও একবার বিভিন্ন চ্যানেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন বড় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংগঠনের ইউটিউব চ্যানেলের গুরুত্ব অসীম। তাছাড়া বিভিন্ন ক্রিয়েটর, ইউটিউবারদের আয়ের প্রধান উৎসই তাঁদের চ্যানেল। ফলে চ্যানেল হ্যাক হলে সেটা যে সবার জন্যই বেশ চিন্তার বিষয়, তা বলাই বাহুল্য।