বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে,'মামলাটি বিচারাধীন। পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট'। প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে অভিযোগ করেছে ক্যাম্পেন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড রিফর্ম (CJAR)। ওই চিঠিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বক্তব্যের প্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্তের দাবি জানানো হয়েছে। যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ ওই বিচারপতিকে মামলা থেকে দূরে রাখা হোক।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তিনি বলেছেন,'আমার বলতে দ্বিধা নেই যে এই দেশ ভারত চলবে সংখ্যাগরিষ্ঠের মর্জিতেই। এটাই আইন। আর আইন সংখ্যাগরিষ্ঠের মোতাবেক চলবে। এটা হতে পারে না। পরিবার বা সমাজের নিরিখে দেখতে গেলে সেটাই করা হবে যা সংখ্যাগরিষ্ঠের জন্য কল্যাণকর হবে'। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের আর এক বিচারপতি দীনেশ পাঠকও।
ওই অনুষ্ঠানে সংখ্যালঘুদেরও আক্রমণ করেছেন বিচারপতি শেখর যাদব। কারও নাম না করে তিনি বলেন,'একাধিক স্ত্রী রাখা, তিন তালাক এবং হালালার মতো প্রথাগুলি মানা যায় না। কেউ বলতেই পারে আমাদের ব্যক্তিগত আইন এসবের অনুমতি দেয়। কিন্তু এগুলি মানা হবে না। আপনি মহিলাদের অপমান করতে পারেন না। আমাদের শাস্ত্র ও বেদে মহিলারা দেবী পূজিত হন। আপনি চার স্ত্রী রাখা বা তিন তালাকের অধিকার দাবি করতে পারবেন না। মহিলাদের ভরণপোষণ দেব না, এটাও ঠিক নয়। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে শুধু ভিএইচপি বা আরএসএস নেই, সুপ্রিম কোর্টও এর পক্ষে'।
বিচারপতি শেখর কুমার যাদবের বিতর্কিত ওই ভাষণ প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। সেই প্রতিবেদন সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্ট রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে দেশের শীর্ষ আদালত।