scorecardresearch
 

Swati Maliwal: মহিলা কমিশনের চেয়ারপার্সনের শ্লীলতাহানি, ১৫ মিটার টেনে নিয়ে গেল গাড়ি

ফের প্রশ্নের মুখে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা। ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়লেন খোদ দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। গভীর রাতে তাঁকে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি। ওই গাড়ির চালক তাঁকে গাড়িতে উঠে আসার কুপ্রস্তাব দিয়েছিল। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 

Advertisement
স্বাতী। স্বাতী।
হাইলাইটস
  • ফের প্রশ্নের মুখে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা।
  • ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়লেন খোদ দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

ফের প্রশ্নের মুখে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা। ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়লেন খোদ দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। গভীর রাতে তাঁকে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি। ওই গাড়ির চালক তাঁকে গাড়িতে উঠে আসার কুপ্রস্তাব দিয়েছিল। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মহিলা কমিশনের প্রধান স্বাতীকে নিজের গাড়ি বসতে বলেছিল অভিযুক্ত হরিশ চন্দ্র (৪৭)। সেই ঘটনার প্রতিবাদ করছিলেন স্বাতী। আচমকা স্বাতীকে ১০-১৫ মিটার টেনে নিয়ে যায় হরিশ। দিল্লি এইমসের দুই নম্বর গেটের বিপরীতে রাত তিনটে ১১ মিনিটে সেই ঘটনা ঘটেছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৫৪৪ এবং ৫০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বর্ষবরণের রাতে অঞ্জলি সিং নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা এখনও টাটকা। দেশ যে ঘটনায় তোলপাড় হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একইরকম একটি ঘটল রাজধানীতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে সুলতানপুরীকাণ্ডের জেরে ১১ জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে এক মর্মান্তিক কাণ্ডে চারচাকা গাড়ি নিচে পড়ে যান এক মহিলা, তাঁকে ১২ কিলোমিটার চাকার নিচে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ১১ জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

অঞ্জলী নামের ওই তরুণীতে হিঁচড়ে নিয়ে যেতে থাকে একটি গাড়ি। ওই ৪ জনকে পরে পুলিশ গ্রেফতার করে। এদিকে, রোহিনি পুলিশের এই উদাসীনতা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। তারপরই পুলিশের স্পেশাল কমিশনার শালিনী সিংকে এরপর গোটা ঘটনা নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।

আরও পড়ুন-তদন্তকারী সংস্থার কাছে সাংবাদিকরা সূত্র গোপন রাখতে পারবেন না, নির্দেশ আদালতের

Advertisement

 

Advertisement