ইজরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে প্যালেস্তেনীয় জঙ্গি সংগঠন হামাস। তার পাল্টা গাজা ভূখণ্ডে যুদ্ধ ঘোষণা করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গোটা ঘটনায় প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে সব ইসলামিক দেশই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে ভারতীয় উপমহাদেশেও। ইজরায়েলে হামাস জঙ্গিদের হামলার নিন্দা করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন লেখিকা তসলিমা নাসরিনও। তিনি বলেন, 'প্যালেস্তেনীয়দের বিরুদ্ধে নৃশংসতায় উদ্বিগ্ন বাংলাদেশিদের নিজেদের দেশের সংখ্যালঘুদের দুর্দশার কথাও সমানভাবে ভাবতে হবে।'
রবিবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তসলিমা জানান,'আমি শুনেছি, বাংলাদেশি নাগরিকরা প্যালেস্তেনীয়দের উপর হামলা নিয়ে খুবই ক্ষুব্ধ। কিছু মানুষ তো প্যালেস্তাইনে গিয়ে সাহায্য করতে চান। ব্যক্তিগতভাবে, আমি যে কোনও জায়গায় যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে। তার আমি নিন্দা করি'। যোগ করেন,'বাংলাদেশের মানুষ যদি প্যালেস্তেনীয়দের উপর হামলা ও শরণার্থীদের নিয়ে এতই উদ্বিগ্ন হলে সে দেশেও সংখ্যালঘুদের উপর হামলা হলে তাঁদের বিবেক সমানভাবে বিচলিত হওয়া উচিত। মানুষকে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়।'
বলে রাখি, ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছেই। এই সংঘর্ষে ইজরায়েল পাল্টা হামলা চালাচ্ছে। ইতিমধ্যে সাধারণ নাগরিকদের গাজা ছাড়ার জন্য ৩ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার নাগরিকদের উত্তর গাজা থেকে দক্ষিণে সরে যেতে ৩ ঘণ্টা সময় দিয়েছে। 'এই রুটে কোনও অভিযান চালানো হবে না'।
আইডিএফ-এর বার্তা, 'সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই রুটে কোনও অপারেশন চালানো হবে না। এই সময় অনুগ্রহ করে উত্তর গাজা থেকে দক্ষিণে চলে যান। দক্ষিণে সরে যান।'