Ganderbal Terror Attack: ফের রক্ত ঝড়ল কাশ্মীরে। সোনমার্গের গণ্ডেরবাল জেলায় রবিবার সন্ধ্যায় এক নির্মাণস্থলে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা। ঘটনায় এক ডাক্তার এবং ছয়জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছে ঘটনাটি ঘটেছে।
নিরাপত্তা বাহিনী আপাতত গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। জঙ্গিদের খুঁজে বের করতে বড়সড় অভিযান শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহত শ্রমিক এবং ডাক্তার Z-Morh সুড়ঙ্গের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। এই সুড়ঙ্গের মাধ্যমে গাগানির থেকে সোনামার্গ পর্যন্ত সংযোগ স্থাপন করা হচ্ছে। এতে কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। আর সেখানে এভাবে নারকীয় হত্যাকাণ্ড চালাল জঙ্গিরা।
রবিবার সন্ধ্যায় শিফট শেষে শ্রমিকরা ক্যাম্পে ফিরছিলেন। সেই সময় এই আক্রমণ চালায় জঙ্গিরা। প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্তত ২ জন জঙ্গির কাজ এটি।
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি ভি কে বার্দি ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি পর্যালোচনা করছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, 'এই নৃশংস হামলা অত্যন্ত বেদনাদায়ক। নিরস্ত্র নিরীহ মানুষের উপর এমন কাপুরুষোচিত হামলা বরদাস্ত করা যায় না।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটি 'কাপুরুষোচিত কাজ' বলে অভিহিত করেছেন। আরও বলেন, 'এই জঙ্গি হামলার কঠোর জবাব দেওয়া হবে। নিহতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
The dastardly terror attack on civilians in Gagangir, J&K, is a despicable act of cowardice. Those involved in this heinous act will not be spared and will face the harshest response from our security forces. At this moment of immense grief, I extend my sincerest condolences to…
— Amit Shah (@AmitShah) October 20, 2024
ঘটনার মাত্র একদিন আগেই শোপিয়ানে এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। আর তাতেই প্রশ্ন উঠছে, কাশ্মীরের উন্নয়ন রুখে দেওয়াই কি এই সন্ত্রাসবাদীদের লক্ষ্য?
শ্রমিকদের উপর এই আক্রমণের ঘটনায় ক্রমেই উদ্বেগ বাড়ছে। কাশ্মীর অঞ্চলে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরও নিরীহ শ্রমিকরা বারবার জঙ্গিদের নিশানা হচ্ছেন।