scorecardresearch
 

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ মামলা: ED-র জিজ্ঞাসাবাদের মুখে অনিল-জায়া টিনা আম্বানি

ইডি অফিসে হাজিরা দিলেন শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা আম্বানি। মঙ্গলবার বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ লঙ্ঘনের মামলায় মুম্বইয়ে ইডি'র দফতরে হাজিরা দেন। 

Advertisement
শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা আম্বানি শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা আম্বানি
হাইলাইটস
  • ইডি অফিসে হাজিরা দিলেন শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা আম্বানি
  • মঙ্গলবার বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ লঙ্ঘনের মামলায় মুম্বইয়ে ইডি'র দফতরে হাজিরা দেন

Tina Ambani at ED office: ইডি (ED) অফিসে হাজিরা দিলেন শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা আম্বানি। মঙ্গলবার বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ লঙ্ঘনের মামলায় মুম্বইয়ে (Mumbai) ইডি'র দফতরে হাজিরা দেন। অনিলের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের বিভিন্ন ধারায় করা মামলায় তাঁর বিবৃতি রেকর্ড করার একদিন পরেই হাজির হন টিনা।

এর আগে, সোমবার অনিল আম্বানি মুম্বইয়ের ব্যালার্ড এস্টেট এলাকায় ইডির দফতরে হাজির হয়েছিলেন। সেখানে মামলায় তাঁর বক্তব্য রেকর্ড করেন। এর আগে ২০২০ সালে ইয়েস ব্যাঙ্ক লোন কিকব্যাক মামলায় ইডির দফতরে হাজির হয়েছিলেন। সেসময় ব্যাঙ্কের সহ-প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করা হয়েছিল।

অনিল ঠিক কোন মামলায় হাজির হয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের সেপ্টেম্বরে, বম্বে হাইকোর্ট ৪২০ কোটি টাকার কর ফাঁকির মামলায় আম্বানিকে কিছুটা স্বস্তি দিয়েছে। কারণ আয়কর বিভাগকে অনিল আম্বানির বিরুদ্ধে সেসময় বড় কোনও পদক্ষেপ নিতে নিষেধ করে।

আরও পড়ুন

Advertisement