UP By Poll 2024 Bjp NDA Win: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বিজেপির দাপুটে পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন সুশাসন এবং মানুষের কল্যাণের কাজ ঠিকভাবে করার কারণেই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তাঁর 'বটেঙ্গে তো কটেঙ্গে' (ভাগ হলে মারা পড়বেন) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "এক হে তো সেফ হ্যায়" (একত্রে থাকলে সুরক্ষিত থাকবেন)। এই স্লোগানকে সামনে রেখে বিজেপি প্রচার চালিয়েছিল। আদিত্যনাথ বলেন, বিজেপির পক্ষে উত্তরপ্রদেশে উপ-নির্বাচনে এই ফল মানুষের মোদী সরকারের ওপর অকুণ্ঠ সমর্থনের দলিল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "আমি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি। ভোটের দিন থেকেই ইউপি নির্বাচন নিয়ে সমাজবাদী পার্টিযে যে লাগামহীন আজেবাজে কথা বলে আসছে, তার যোগ্য জবাব দিয়েছে জনগণ। কুন্দরকিতে ১.২৫ লক্ষ ভোটে জয়ী হয়েছে বিজেপি। এসপির জামানত বাজেয়াপ্ত হচ্ছে।"
বিজেপি গাজিয়াবাদে ৭০ হাজার ভোটে জয়ী। ফুলপুরে ১১ হাজার ভোটে জয়ী। খায়েরে ৩৮ হাজারের বেশি ভোটে, কাটহারিতে ৩৫ হাজারের বেশি ভোটে, মীরাপুরে আমাদের মিত্র আরএলডি প্রার্থী ৩০ হাজারের বেশি ভোটে, মাজওয়ানে ৪ হাজার ভোটে বিজয়ী ঘোষিত হয়েছে।
সিসামাউতে মাত্র ৮ হাজার ভোটে জিতেছে এসপি। ২০২২ সালে এই আসনে পরাজয়ের ব্যবধান ছিল ১২ হাজার। ২০২২ সালে করহালে ৬৭ হাজার ভোটে এসপি জিতেছিল, এবার পার্থক্য মাত্র ১৪ হাজার। কেশবজি বলেছেন যে পরের বার সেখানে পদ্ম ফুটবে বলে সাফ দেখা যাচ্ছে।
মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে তার প্রচার অভিযানের সময় যোগী আদিত্যনাথ বলেছিলেন "বটেঙ্গে তো কাটেঙ্গে" স্লোগান নিয়ে সেই সময় ব্যাপক চর্চা হয়। বিরোধীরা তীব্র কটাক্ষে বিদ্ধ করেন। আদিত্যনাথের এই প্রচার কৌশলকে তারা অভিযোগ করেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জাতিগত বিভেদ সৃষ্টি করতে চাইছে।
সমাজবাদী পার্টির চিফ অখিলেশ যাদব আক্রমণ শানিয়ে অভিযোগ করেছিলেন এই শ্লোগান নেতিবাচক এবং ব্রিটিশ ডিভাইডার রুল নীতির অনুসারী। এই স্লোগানের সমালোচনা করেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার জন খারগেও।মহারাষ্ট্রের বিরোধীরাও এই শ্লোগানকে তীব্র আক্রমণ করেন। প্রিয় নির্বাচনের ফলে তাদের আক্রমণ ও সমালোচনা যে কাজ করেনি তা পরিষ্কার হয়ে গিয়েছে।
উত্তরপ্রদেশ বাইপোলে ফল বিজেপি উত্তর প্রদেশ উপনির্বাচনের নটি আসনে দারুন ফল করেছে মধ্যে দুটিতে তারা জিতে গিয়েছে এবং চারটিতে এগিয়ে রয়েছে।