নাগরদোলা চড়ার সময় কিশোরীর সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এই ঘটনা শোনার পর রীতিমতো শিহরিত হয়ে উঠবেন। উত্তরপ্রদেশের কনৌজে নাগরদোলা চড়ার সময় কিশোরীর চুল দোলনায় আটকে যায়। সেই চুল পেঁচিয়ে বালিকার তালু ছিঁড়ে গেল মুহূর্তের মধ্যে। এই দুর্ঘটনায় মুহূর্তে চাঞ্চন্য ছড়ায় উত্তরপ্রেদেশে। এই ঘটনার পর কিশোরীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কিশোরীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সোমবার দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও দেখে চমকে উঠছেন নেটিজেনরা।
এই ঘটনায় পুলিশ ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে নাগরদোলা যে পরিচলনা করছিল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং পলাতক ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। প্রসঙ্গত, কনৌজজের তালগ্রাম এলাকার মাধোনগর গ্রামে প্রত্যেক বছর দিবসীয় মেলা হয়। এই মেলায় নাগরদোলা থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ১৪ বছরের অনুরাধা কুচ্ছ অন্য শিশুদের সঙ্গে নাগরদোলায় চড়ে। নাগরদোলা চড়তে চড়তেই এই দুর্ঘটনা ঘটে।
নাগরদোলায় আটকে যায় অনুরাধার চুল। তখনও নাগরদোলাটি ঘুরছিল। ঘুরতে ঘুরতে চুল পেঁচিয়ে অনুরাধার তালু ছিঁড়ে আসে। পুলিশ সূত্রে খবর, অনুরাধার চিৎকার শুনেই তড়িঘড়ি করে নাগরদোলা থামিয়ে দেন কর্মীরা। রক্তাক্ত অবস্থায় অনুরাধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থার আরও অবনতি হলে লখনউয়ের এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে ওই কিশোরীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তার চিকিৎসা চলছে।
এই মামলায় কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ নাগরদোলা পরিচালনার দায়িত্বে যে ছিল তার বিরুদ্ধে বিএনএস ধারা ১২৫ ও বিএনএস ধারা ১২৫ বি-তে মামলা দায়ের করেছে। এই ঘটনার পর অভিযুক্ত পলাতক, পুলিশ খোঁজ চালাচ্ছে। প্রতিবছর মাধোনগরে শ্রী শ্রী ১০০৮ স্বামী নিত্যানন্দ সেবা সমিতি দু'দিন ব্যাপী মেলার আয়োজন করে। সেই মেলাত দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, খোলা চুলে নাগরদোলায় উঠেছিল অনুরাধা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল।