scorecardresearch
 

Rape and Murder in UttarPradesh: ফের ধর্ষণ-খুন! এবার নিহত নার্স, উত্তরপ্রদেশের ঝোপে উদ্ধার পচাগলা দেহ

কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদে ফুঁসছে সব মহল। এই আবহেই আরও এক ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে এল। এবার শিকার হলেন এক নার্স। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। 

Advertisement
প্রতীকী চিত্র। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ।
  • আরও এক ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে এল।
  • এবার শিকার হলেন এক নার্স।

কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদে ফুঁসছে সব মহল। এই আবহেই আরও এক ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে এল। এবার শিকার হলেন এক নার্স। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। 

জানা গিয়েছেষ নিহত নার্স উত্তরাখণ্ডের বাসিন্দা। গত ৩১ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ৮ অগাস্ট নার্সের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজস্থান থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, গত ৩১ জুলাই উত্তরাখণ্ডের রুদ্রপুরে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন নিহতের বোন। তারপরেই তদন্ত শুরু করে পুলিশ। গত ৮ অগাস্ট উত্তরপ্রদেশের বিলাসপুর শহরে ঝোপ থেকে পচাগলা দেহ উদ্ধার করা হয়। ওই নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন

রুদ্রপপুরে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন ওই নার্স। গত ৩০ জুলাই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরছেন তিনি। রুদ্রপুরের কাছে বিলাসপুর এলাকায় তাঁকে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজের সেই সূত্র ধরে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তারপরেই উদ্ধার করা হয় দেহ। তদন্তে নেমে ধর্মেন্দ্র নামে এক ব্যক্তি এবং তাঁর স্ত্রীকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত। ৩০ জুলাই সন্ধ্যায় নার্সকে ধর্ষণ করে খুন করা হয় বলে জানা গিয়েছে। ধর্ষণ করে খুনের পর নির্যাতিতার মোবাইল ফোন এবং ৩০ হাজার টাকা লুট করে অভিযুক্ত।

কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে তরুণি চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে তোলপাড় পরিস্থিতি। ওই চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছে। যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। সব মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে ১৪ অগাস্ট মধ্যরাতে রাস্তায় নামেন মহিলারা। দেশ-বিদেশে প্রতিবাদ কর্মসূচি করা হয়। শুক্রবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের আরও এক প্রান্তে ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে এল। 
 

Advertisement

Advertisement