scorecardresearch
 

Vande Bharat sleeper: বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম ছবি, যাত্রীদের কী কী সুবিধা? দেখুন Video

বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ উন্মোচন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার কর্নাটকের বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)-র কারখানায় এই বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ উন্মোচন করেন তিনি।

Advertisement
বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম ছবি, যাত্রীদের কী কী সুবিধা? বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম ছবি, যাত্রীদের কী কী সুবিধা?
হাইলাইটস
  • স্লিপার কোচে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও ভাল
  • নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতে ১৬টি কোচ এবং ৮২৩টি বার্থ থাকবে

বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ উন্মোচন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার কর্নাটকের বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)-র কারখানায় এই বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ উন্মোচন করেন তিনি। বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছিলেন যে কোচটিকে আরও চালানোর আগে আগামী ১০ দিন পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। বন্দে ভারত ট্রেন তিনটি সংস্করণে আসে-চেয়ার কার, স্লিপার এবং মেট্রো।

আজ অবধি, সরকার বন্দে ভারত ট্রেনের চেয়ার কার সংস্করণ চালু করেছে। এবার আসতে চলেছে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনে বার্থে ঘুমিয়ে দীর্ঘ দূরত্ব সফর করতে পারবেন যাত্রীরা। রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

Image

 

বন্দে ভারত স্লিপার ট্রেনে কী কী সুবিধা

  • ট্রেনের কোচে রিডিং ল্যাম্প, চার্জিং আউটলেট, একটি স্ন্যাকস টেবিল এবং একটি মোবাইল/ম্যাগাজিন রাখার জায়গা থাকবে।
  • কোচগুলি কবচ ব্যবস্থায় সজ্জিত থাকবে
  • সমস্ত কোচ হবে স্টেইনলেস স্টিলের
  • যাত্রী নিরাপত্তা থাকবে
  • GFRP অভ্যন্তরীণ প্যানেল থাকবে
  • কম্পার্টমেন্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকবে
  • স্বয়ংক্রিয় দরজা থাকবে
  • বন্দে ভারত স্লিপার কোচগুলিতে সিঁড়ি আরও উন্নত করা হয়েছে
  • নতুন ডিজাইনের টয়লেট
  • স্লিপার কোচে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও ভাল
  • নতুন প্রযুক্তিতে সিট কুশন আরও ভাল
  • কোচের ভিতরে অক্সিজেনের মাত্রা বজায় রাখা হবে
  • ৯৯.৯৯ শতাংশ ভাইরাস নির্মূল ব্যবস্থা রাখা হবে

Image

নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতেমোট ১৬টি কোচ এবং ৮২৩টি বার্থ থাকবে। তার মধ্য়ে ১১টি 3AC কোচ (৬১১টি বার্থ), ৪টি 2AC কোচ (১৮৮টি বার্থ) এবং ১টি 1AC কোচ (২৪টি বার্থ) থাকবে।

Advertisement

Advertisement