scorecardresearch
 

Vinesh Phogat Won: MLA হচ্ছেন ভিনেশ, অলিম্পিকে ব্যর্থ হলেও ভোট ময়দানে চ্যাম্পিয়ন

জিন্দ জেলার জুলানা বিধানসভা আসন থেকে জিতেছেন ভিনেশ ফোগাট। ভিনেশ ফোগাট বিজেপির ক্যাপ্টেন যোগেশ বৈরাগীকে ৬০১৫ ভোটে পরাজিত করেছেন। ভিনেশ ফোগাট পেয়েছেন ৬৫,০৮০ ভোট। বিজেপি প্রার্থী যোগেশ বৈরাগী পেয়েছেন ৫৯০৬৫ ভোট।

Advertisement
Vinesh Phogat Won Vinesh Phogat Won

বিধানসভা নির্বাচনে জিতেছেন রেসলার ভিনেশ ফোগাট। জুলানা থেকে ভিনেশকে টিকিট দিয়েছিল কংগ্রেস। তিনি বিজেপির যোগেশ কুমারকে পরাজিত করেছেন। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন ভিনেশ। তিনি ৫০ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন। স্বর্ণপদক আসবে বলে আশাবাদী ছিল গোটা দেশ। কিন্তু ফাইনালের আগে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল এবং এই কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বজরং পুনিয়া
প্যারিস অলিম্পিকের পরে, বজরং পুনিয়াও ভিনেশ ফোগাটের সঙ্গে  কংগ্রেসে যোগ দেন। বজরং ২০২০ টোকিও অলিম্পিকে একটি পদক জিতেছিল। ভিনেশের জয়ের পর তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, 'দেশের মেয়ে ভিনেশ ফোগাটকে তার জয়ের জন্য অনেক অভিনন্দন। এই লড়াই শুধু একটি জুলানা আসনের জন্য নয়, শুধু আরও তিন-চারজন প্রার্থী নিয়ে নয়, শুধু দলের মধ্যে লড়াই নয়। এই লড়াই ছিল দেশের শক্তিশালী অত্যাচারী শক্তির বিরুদ্ধে। আর এতে বিজয়ী হন ভিনেশ।'

 

আরও পড়ুন

.

প্রসঙ্গত, ২০২৩ সালের প্রথম দিকে কুস্তি আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলন শুরু করেছিলেন সাক্ষী মালিকের সঙ্গে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। এই আন্দোলন ছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ তুলেছিলেন মহিলা কুস্তিগীররা। যন্তর মন্তরে এই আন্দোলন শুরু হয়। এসময় ভিনশকে গ্রেফতারও করা হয়।

Advertisement

ভিনেশ ৬০১৫ ভোটে জিতেছেন
ভিনেশ ফোগাট বিধানসভা নির্বাচনে ৬০১৫ ভোটে জিতেছেন। তবে শুরু থেকেই ৫ রাউন্ড পর্যন্ত পিছিয়ে ছিলেন ভিনেশ। কিন্তু তারপর  জিতে যান। ভিনেশ মোট ৬৫,০৮০ ভোট পেয়েছেন। এই আসন থেকে দাঁড়ানো বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে ৫৯,০৬৫ ভোটে সন্তুষ্ট থাকতে হয়েছে। কবিতা দালাল, যিনি WWE-তে লড়াই করেছিলেন, এই আসন থেকে AAP-এর প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন মাত্র ১২৮০ ভোট।

Advertisement