মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে রাজ্যে। একই সঙ্গে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন হতে চলেছে অসমেও। পাশাপাশি নির্বাচন হবে কেরল, তামিলনাডু ও পুদুচেরিতেও। ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে প্রচার। এই বছর তামিলনাডুতে (Tamil Nadu) এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। সেই কারণে প্রচারেও তামিল সংস্কৃতি ও তামিল গড়িমাকে বারেবারে তুলে ধরার চেষ্টা করেছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত এবারের নির্বাচন অন্যবারের চেয়ে অনেকটাই আলাদা। এম করুণানিধি এবং জয়ললিতার অভাব বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। অন্যদিকে আবার নির্বাচনী লড়াইতে নেমেছেন অভিনেতা কমল হাসান। এআইএডিএমকের গড়, অর্থাৎ কোয়েম্বাটুর দক্ষিণে লড়াই করছেন কমল হাসান। সেক্ষেত্রে এখন দেখার এবার কি এআইএডিএমকের হ্যাটট্রিক হয়, নাকি পরিবর্তন।
অন্যদিকে অসমেও (Assam) চলছে কড়া টক্কর। শেষ দফায় লড়াইতে রয়েছেন ৩৩৭ জন প্রার্থী। শনিবার অসমের গুয়াহাটি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সভাপতি দাবি করেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর জন্য আরও একটি আসন খুঁজছেন বলেও মন্তব্য করেন নাড্ডা। আর এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই বলেছেন বলেও দাবি করেন বিজেপি সভাপতি।
জেপি নাড্ডা এদিনও বলেন, বাংলায় বিজেপিই জিতবে। বাংলার বিজেপির ফলাফল চমকে দেওয়ার মতো হবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রথম দুই দফাতেই নিশ্চিত হয়ে গিয়েছে যে তৃণমূল ক্ষমতা থেকে যাচ্ছে এবং বিজেপির সরকার তৈরি হচ্ছে। বাংলায় বিজেপির জয় নিশ্চিত।
প্রসঙ্গত মঙ্গলবারই সম্পন্ন হয়ে যাবে অসম, তামিলনাডু, পুদুচেরি (Puducherry) ও কেরলের (Kerala) নির্বাচন। তারপর শুধু পশ্চিমবঙ্গে নির্বাচন জারি থাকবে। বাংলার মোট ৮ দফার নির্বাচনের শেষে সমস্ত রাজ্যের গণনা হবে আগামী ২ মে।