রেকর্ড বইতে নাম উঠতে চলেছে রাজস্থানের (Rajasthan)। রাজস্থানের রাজসমান্দ জেলায় আজ অর্থাত্ শনিবার বিশ্বের সবচেয়ে বড় শিবমূর্তি (World's Tallest Shiva) উদ্ঘাটন হচ্ছে। এই শিব মূর্তিটির (Lord Siva) ৩৬৯ ফুট লম্বা। বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তির নাম 'বিশ্বাস স্বরূপম'।
জানা গিয়েছে, বিশ্বের বৃহত্তম শিবমূর্তি উন্মোচনের পর আজ অর্থাত্ ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিশাল লোকার্পণ উত্সবের আয়োজন করা হয়েছে। শিবমূর্তিটি তৈরি করতে ১০ বছর সময় লেগেছে।
সন্ত কৃপা সনাতন ট্রাস্টের প্রধান মদন পালিওয়াল জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার জন্য টানা ৯ দিন নানা ধর্মীয় আচারের আয়োজন করা হয়েছে। শিবের এই অদ্ভূত প্রতিমা ভক্তদের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। ৫১ বিঘা জমিতে ৩৬৯ ফুট উঁচু এই বিরাট শিবমূর্তি স্থাপন করা হয়েছে। ২০ কিমি দূর থেকেও স্পষ্ট দেখা যাবে এই শিবমূর্তি। আলোয় সেজে উঠবে সন্ধে নামলেই।
দেড় লক্ষ বর্গফুটের প্যান্ডেল
বিশ্বের সর্ববৃহত্ শিবমূর্তির লোকার্পণের জন্য দেড় লক্ষ বর্গফুটের বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্রায় ২ লক্ষ মানুষ একসঙ্গে ভোগ খাবেন। জার্মান প্রযুক্তিতে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে।
রোজ ৫০ থেকে ৬০ হাজার ভক্তের ভিড় হতে পারে
বিশ্বের বৃহত্তম শিবমূর্তি দেখতে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার ভক্তের সমাগম হতে পারে বলে মনে করছে ট্রাস্টের কর্তারা। লক্ষ লক্ষ মানুষ প্রসাদ পাবেন। সেই ভাবেই প্রসাদ তৈরি করা হবে।
শিবমূর্তিটির বিশেষত্ব কী?
এই শিবমূর্তিটি ৩৬৯ ফুট উঁচু। দর্শনের জন্য সিঁড়ি থাকছে। একেবারে উপরে একটি বিরাট হল ঘর বানানো হয়েছে। সেখানে ১০ হাজার ভক্তের সমাগম হতে পারে। মূর্তি নির্মাণের জন্য ৩ হাজার টন স্টিল ও ২.৫ লক্ষ কিউবিক টন কংক্রিট প্রয়োজন হয়েছে।