scorecardresearch
 

Uttar Pradesh Election 2022 : ২০% কারা? যোগী বললেন এই নির্বাচন ৮০ বনাম ২০ শতাংশ

অনুষ্ঠানে যোগীকে প্রশ্ন করা হয় যে ওই ২০ শতাংশের মধ্যে কি সেই ব্রাহ্মণরাও আছেন যাঁরা বিজেপির প্রতি অসন্তুষ্ট? উত্তরে যোগী বলেন তাঁদের কেউ অসন্তুষ্ট নন। ব্রাহ্মণরা সমাজের পথপ্রদর্শক। রামমন্দির তৈরিতে তাঁরা কি অসস্তুষ্ট হবেন? বিশ্বনাথ ধাম তৈরি হলে কি তাঁরা ক্ষুব্ধ হবেন? গরীব মেয়েদের বিয়ে বা ১৫ কোটি মানুষকে বিনামূল্যে খাবার দিলে কি ব্রাহ্মণরা অসন্তুষ্ট হবেন?

Advertisement
যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ
হাইলাইটস
  • 'ব্রাহ্মণরা কেউ অসন্তুষ্ট নন'
  • 'কৃষকদের মধ্যেও অসন্তোষ নেই'
  • বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের ভোট (Uttar Pradesh Election 2022) হচ্ছে ৮০ বনাম ২০ শতাংশ, ফের একবার এমনই কথা শোনা গেল সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) মুখে। পঞ্চায়েত আজতক লখনউতে যোগী আদিত্যনাথ বলেন,"এই নির্বাচন ৮০ শতাংশ বনাম ২০ শতাংশ হবে। ১০ মার্চ ফলাফল আসতে দিন। একদিকে তিন চতুর্থাংশ আসন নিয়ে বিজেপি সরকার গড়বে, অন্যদিকে কংগ্রেস, সপা, বসপার মতো দল, যারা ২০ শতাংশের জন্য মাথাব্যাথা করবে।" 

এই ২০ শতাংশ কারা?
যোগী আদিত্যনাথ বলেন, এই ২০ শতাংশ হলেন তাঁরা যাঁরা রামজন্মভূমির বিরোধিতা করেন, কাশী বিশ্বনাথের বিরোধিতা করেন, মথুরা-বৃন্দাবনধামের বিরোধিতা করেন। যাঁরা মাফিয়াদের সঙ্গে, পেশাদার অপরাধীদের সঙ্গে এবং সন্ত্রাসবাদীদের প্রতি যাঁদের সহানুভূতি, এরা তাঁরাই। 

এই ২০ শতাংশের মধ্যে কি সেই ব্রাহ্মণরাও আছেন যাঁরা বিজেপির উপর ক্ষুব্ধ?
অনুষ্ঠানে যোগীকে প্রশ্ন করা হয় যে ওই ২০ শতাংশের মধ্যে কি সেই ব্রাহ্মণরাও আছেন যাঁরা বিজেপির প্রতি অসন্তুষ্ট? উত্তরে যোগী বলেন তাঁদের কেউ অসন্তুষ্ট নন। ব্রাহ্মণরা সমাজের পথপ্রদর্শক। রামমন্দির তৈরিতে তাঁরা কি অসস্তুষ্ট হবেন? বিশ্বনাথ ধাম তৈরি হলে কি তাঁরা ক্ষুব্ধ হবেন? গরীব মেয়েদের বিয়ে বা ১৫ কোটি মানুষকে বিনামূল্যে খাবার দিলে কি ব্রাহ্মণরা অসন্তুষ্ট হবেন?

লখীমপুরকাণ্ডে যা বললেন...
এদিন লখীমপুরকাণ্ড প্রসঙ্গে যোগী বলেন, সরকার নিয়ম মেনে ব্যবস্থা নিয়েছে এবং তাতে কোনও সংকোচ করেনি। কিন্তু যে ব্যক্তি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না তাঁকে কীভাবে জোর করে অপরাধী বানানো হবে? সুপ্রিম কোর্ট বিষয়টিতে নজরদারী চালাচ্ছে। তাতে রাজ্যের কোনও ভূমিকা নেই। 

Advertisement

উন্নয়ন ও জাতীয়তাবাদ ইস্যু
যোগী বলেন, বর্তমানে নজর নির্বাচনে। তাঁরা উন্নয়ন ও জাতীয়তাবাদের ইস্যুতেই নির্বাচনী ময়দানে রয়েছেন। বিজেপি ডবল ইঞ্জিন সরকার নিয়ে যে কাজ করেছে তা যাতে বজায় থাকে তার জন্য তাদের জয় প্রয়োজন। ১০ মার্চ তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জিতবে বলেও দাবি করেন তিনি। 

যোগী আরও বলেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা অন্যরাজ্যের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে। বর্তমানে উত্তরপ্রদেশ থেকে অপরাধীদের পলায়ন আলোচনার বিষয়। তিনি বলেন, তাঁরা পেশাদার অপরাধী এবং মাফিয়াদের উপর বুলডোজার চালাতে দ্বিধা করেননি। একইসঙ্গে তিনি বলেন, কৃষকদের অসন্তোষ আগেও ছিল না, বর্তমানেও নেই, আগামিদিনেও থাকবে না। 

 

Advertisement