scorecardresearch
 
Advertisement

Snake Viral Video: রাজার মতো গাছে বসে কিং কোবরা, ভাইরাল 12 ফুট লম্বা সাপ ধরার সেই ভিডিয়ো

Snake Viral Video: রাজার মতো গাছে বসে কিং কোবরা, ভাইরাল 12 ফুট লম্বা সাপ ধরার সেই ভিডিয়ো

ঘন জনবসতি এলাকা। সেখানেই এক আবাসনে বাগানের গাছ থেকে ঝুলছে কালো রঙের সাপ। আর সেটা যে সে সাপ নয়। মানে রাজার মতো গাছে বসে কিং বিশাল কোবরা। 12 ফিট সাইজের পেল্লায় এক কিং কোবরা। গাছের সঙ্গে একেবারে পেঁচিয়ে রয়েছে সেই দৈত্যাকৃতি সাপ। আবার ফণা উঁচিয়ে তেড়েও আসে! হাড়হিম হয়ে আসবে সেই ভিডিয়ো দেখলে। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। এই সপ্তাহের শুরুতে কর্ণাটকের আগুম্বে অভয়ারণ্যের কর্মীরা 12 ফুট লম্বা একটি বিশাল কিং কোবরাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছে। আগুম্বে রেইনফরেস্ট রিসার্চ স্টেশন এর ফিল্ড ডিরেক্টর অজয় গিরি, ইনস্টাগ্রামে সাপটিকে রেসকিউ করার একটি ভিডিও পোস্ট করেছেন। যা পরে ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা X-এও শেয়ার করেছেন।

12-foot King Cobra rescued in Karnataka. Video will give you goosebumps

Advertisement