scorecardresearch
 
Advertisement

Earthquake in Andaman: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

Earthquake in Andaman: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে শুক্রবার রাত 11টা 56 মিনিটে আন্দামান ও নিকোবরে অবস্থিত পোর্টব্লেয়ারে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। ভূমিকল্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপের 140 কিলোমিটার গভীরে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর মেলেনি। এর আগে 24 মার্চ, শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠছিল ছত্তিশগড়। ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরের স্থানীয় সময় সকাল 9 টা বেজে 58 মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট আনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অম্বিকাপুর থেকে 67.7 কিলোমিটার গভীরে। তারও আগে দিল্লি সহ হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানাতেও ভূমিকল্পের খবর মিলেছিল।

4.0 magnitude earthquake hits Andaman

Advertisement