মন্দিরে ‘গুপ্তধনে’র হদিশ! মুঘল আমলের একসঙ্গে 400 টি মুদ্রা উদ্ধার হল। মন্দিরের কাজ চলাকালীন আচমকাই মাটি খুঁড়তে গিয়ে হোঁচট খান নির্মাণ কর্মীরা। দেখা যায় মাটির তলায় পোঁতা রয়েছে প্রচুর পরিমাণ প্রাচীন মুদ্রা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরের। জানা গিয়েছে, রবিবার ওই মন্দির চারপাশে পাঁচিল তোলার কাজ চলছিল। মাটি খুঁড়তে গিয়ে চমকে ওঠেন নির্মাণ কর্মীরা। সেখানে ছোট ছোট পুরনো মুদ্রা দেখতে পান তাঁরা। এরপর দেওয়াল গাঁথার কাজ বন্ধ করে পুলিশের উপস্থিতিতে মুদ্রা উদ্ধারের কাজ শুরু হয়। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট 400 মুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রাগুলিতে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। অনুমান করা হচ্ছে সেগুলি মুঘল আমলের। এরপরই মুদ্রাগুলোকে সনাক্ত করার জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগকে খবর দেয় পুলিশ। তারা উদ্ধার হওয়া মুদ্রাগুলি খতিয়ে দেখবেন। তারপরই সেগুলি কত প্রাচীন তা জানা যাবে। এদিক মুদ্রা উদ্ধার হওয়ায় আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের আধিকারিকদের নির্দেশ মেলার পরই মন্দিরে খননকার্য ফের শুরু হতে পারে বলে খবর।
About 400 coins dating back to the Mughal era were found during construction work at a temple in the Nanauta area in Uttar Pradesh's Saharanpur district, police said on Monday. A few laborers stumbled upon the coins on Sunday night while digging to erect a boundary wall at Sati Dham temple in Hussainpur village, said Superintendent of Police (Rural) Sagar Jain, reported PTI.