scorecardresearch
 
Advertisement

Ayodhya Ram Mandir: অযোধ্যায় ভগবান শ্রী রামলালার পাতে পড়বে 56 ভোগ, রয়েছে বাংলার রসগোল্লাও

Ayodhya Ram Mandir: অযোধ্যায় ভগবান শ্রী রামলালার পাতে পড়বে 56 ভোগ, রয়েছে বাংলার রসগোল্লাও

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিনই মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এনিয়ে যাকে বলে এখন সাজসাজ রব অযোধ্যাতে। কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগেই ভগবান রামলালার জন্য বছরের প্রথম দিনে ৫৬ রকমের ভোগ-প্রসাদের বন্দোবস্ত করা হয়েছে। ভগবান রামচন্দ্রকে এই প্রসাদ নিবেদন করেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বিশেষ বিশেষ মিষ্টিতে নাকি সাজানো ছিল এই প্রসাদের থালা। নানা স্বাদের হরেক রকমের মিষ্টি ছিল। তালিকায় রয়েছে রসগোল্লা, লাড্ডু, বরফি-সহ নানাবিধ মিষ্টি। জানা গিয়েছে লখনউ-এর একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান থেকে ভগবান রামলালার জন্য প্রথম দিনের এই বিশেষ ভোগ পাঠানো হয়। বছরের প্রথম দিনে ভগবানের জন্য ৫৬ ভোগ প্রসাদ পাঠানোর রীতি রয়েছে। সেই প্রথা মেনেই এই কাজ হয়।

56 bhog prasad' to be offered to Ram Lalla in Ayodhya

Advertisement