scorecardresearch
 
Advertisement

Shocking Incident: রামলীলার মঞ্চে হার্ট অ্যাটাকে রামেরই মৃত্যু! দেখুন সেই ভিডিও

Shocking Incident: রামলীলার মঞ্চে হার্ট অ্যাটাকে রামেরই মৃত্যু! দেখুন সেই ভিডিও

দিল্লির শাহদারা এলাকার বিশ্বকর্মা নগরে রামের ভূমিকায় অভিনয় করা এক ব্যক্তির মৃত্যু হয়।ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে ৪৫ বছর বয়সী সুশীল কৌশিক মঞ্চে রামের ভূমিকায় অভিনয় করছেন এবং সঠিকভাবে সংলাপ বলছেন। হঠাৎ সুশীল তার হৃৎপিণ্ডে হাত রাখে এবং মঞ্চের পিছনে যেতে দেখা যায়। পুলিশ জানায়, সুশীল মঞ্চে হৃদরোগে আক্রান্ত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।

Advertisement