scorecardresearch
 
Advertisement

Aditya L1 Mission: কাউন্টডাউন শুরু, রাত পোহালেই সূর্যে পাড়ি দেবে ইসরোর আদিত্য-এল ১

Aditya L1 Mission: কাউন্টডাউন শুরু, রাত পোহালেই সূর্যে পাড়ি দেবে ইসরোর আদিত্য-এল ১

কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর, দেশের চোখ এখন ইসরোর সূর্য মিশন অর্থাৎ আদিত্য-এল১-এর দিকে। ISRO-এর এই মিশনটি PSLV-XL রকেট ২ সেপ্টেম্বর লঞ্চ হবে। এটি লঞ্চের ঠিক ১২৭ দিন পরে তার পয়েন্ট এল১ এ পৌঁছবে। এই পয়েন্টে পৌঁছনোর পরে, আদিত্য-এল১ খুব গুরুত্বপূর্ণ ডেটা পাঠাতে শুরু করবে।

Advertisement